DA Announcement: ১৮ মাসের ডিএ বাকি, বড় ঘোষণা কেন্দ্রের

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Updated on: Mar 17, 2023 | 8:56 PM

এই মহূর্তে ১৮ মাসের বকেয়া ডিএ দেওয়ার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, বকেয়া ডিএ-র টাকা এই মুহূর্তে দেওয়া হবে না কর্মচারীদের।

এই মহূর্তে ১৮ মাসের বকেয়া ডিএ দেওয়ার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, বকেয়া ডিএ-র টাকা এই মুহূর্তে দেওয়া হবে না কর্মচারীদের। করোনা অতিমারির সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় ১৮ মাসের ডিএ এখনও বকেয়া রয়েছে। এবার সেই ১৮ মাসের বকেয়া ডিএ কবে দেওয়া হবে তা নিয়েই দীর্ঘ জল্পনা চলছিল। লোকসভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধরি জানিয়ে দেন বকেয়া ডিএ এক্ষুণি দেওয়া হবে না। তিনি বলেন,’২০২০ সালে করোনা অতিমারির কারণে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। তার জেরে ২০২০-২১ অর্থবর্ষে বকেয়া ডিএ ও ডিআর ছিল। তবে তা এখন প্রদান করা হবে না। করোনা অতিমারির সময় কেন্দ্রের তরফে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছিল। তার একটা সুদূরপ্রসারী প্রভাব কেন্দ্রের রাজকোষে পড়েছে’। করোনাকালে সরকার যে ১৮ মাসের ডিএ ও ডিআর দেওয়া বন্ধ করেছিল,ওই বকেয়া ডিএ এখনই দেবে না কেন্দ্র।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla