Tamannaah Bhatia: তামান্নার আঙুলে ২ কোটির আংটি, কে দিলেন উপহার?

Tamannaah Bhatia: তামান্নার আঙুলে ২ কোটির আংটি, কে দিলেন উপহার?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 27, 2023 | 12:13 AM

আঙুলে ২ কোটির আংটি দেখে অবাক নেটপাড়া, তামান্না ভাটিয়াকে কে দিলেন এত দামি উপহার? বিশ্বের পঞ্চম বৃহত্তম হিরের আংটিটি তাঁকে দিয়েছেন রাম চরণের স্ত্রী উপাসনা।

তামান্নার রহস্য
আঙুলে ২ কোটির আংটি দেখে অবাক নেটপাড়া, তামান্না ভাটিয়াকে কে দিলেন এত দামি উপহার? বিশ্বের পঞ্চম বৃহত্তম হিরের আংটিটি তাঁকে দিয়েছেন রাম চরণের স্ত্রী উপাসনা। তাঁদের পরিবারের ব্যানারে তৈরি ছবিতে অভিনয় করেছিলেন তামান্না—তাতে খুশি হয়েই এই উপহার।

মেজাজ হারালেন জয়া
পাপারাৎজিদের সঙ্গে বরাবরই আদায়-কাঁচকলায় সম্পর্ক জয়া বচ্চনের। এবারও তার হাতে গরম প্রমাণ মিলল, ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানেই তাঁর একটি ছবির জন্য পাপারাৎজিরা ডাকাডাকি করায় চিৎকার করে উঠলেন জয়া। বিরক্ত হয়ে বললেন, “আমি কানে শুনতে পাই…।”

সিনেমায় ধোনি?
ভাল চিত্রনাট্য পেলে কি এবার অভিনয় করবেন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্রসিং ধোনি? তাঁর হয়ে উত্তর দিলেন তাঁর স্ত্রী সাক্ষী। তিনি বললেন, “নিশ্চয়ই, করতেই পারেন। ক্যামেরাকে ভয় পান না ধোনি, ভাল কিছু পেলে অভিনয় জগতেও পা রাখতে পারেন ধোনি।”

আয়ুষ্মানের অনুপ্রেরণা
‘ড্রিম গার্ল ২’-তে নারীরূপে সকলের নজর কেড়েছেন আয়ুষ্মান খুরানা। তবে তাঁর এই চরিত্রের অনুপ্রেরণা কে জানেন? এবার রহস্য ভেদ করলেন তিনি নিজেই। এক সাক্ষাৎকারে অভিনেতা জানালেন, আমির খান, কামাল হাসান ও গোবিন্দার থেকে।

অন্তঃসত্ত্বা রুবিনা?
সম্প্রতি কয়েকটি রিল শেয়ার করেছেন রুবিনা দিলাইক, তার একটিকে কেন্দ্র করে এবার বিপত্তি। পেটের অংশ খানিক ফোলা থাকায় সকলেই ভেবে বসলেন, তিনি অন্তঃসত্ত্বা। খবর রাতারাতি ভাইরাল হলে রুবিনা প্রবিবাদ করে লেখেন, ‘পোস্ট না করলে প্রশ্ন, পোস্ট করলে বিতর্ক…।’

রানার প্রশ্ন
জিৎ কেন ‘মহানায়ক উত্তমকুমার’ পুরস্কার পেলেন না? এবার সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুললেন পরিচালক রানা সরকার। তাঁর এই পোস্ট দেখামাত্রই কমেন্ট বক্সে জিৎ ভক্তদের ঢল। সকলেই এক বাক্যে বলে উঠলেন, “তোষামোদ করেন না জিৎ…।”

আবেগঘন স্বস্তিকা
শুটিং শেষ হল স্বস্তিকা দত্তর ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’র। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী করলেন এক দীর্ঘ আবেগঘন পোস্ট। লিখলেন, কিছু-কিছু স্মৃতিকে আমরা মুছে ফেলতে পারি না, ঝিলমিল চরিত্রটাও তেমনই, স্বস্তিকার সঙ্গে থেকে যাবে।

ধারাবাহিক বিতর্ক
প্রোমো প্রকাশ্যে আসতেই বিতর্কের কেন্দ্রে নাম লেখাল নতুন ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। ছেলের ফুলশয্যার খাটে শুয়ে পড়লেন মা…। এমন দৃশ্য দেখে গর্জে উঠল নেটপাড়া। প্রতিবাদ করে দর্শকেরা লিখলেন, ‘আমাদের নিম্ন রুচির জন্য সিরিয়ালও নিম্ন মানের হচ্ছে।’

সেটে সেলিব্রেশন
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক দীর্ঘদিন ধরে TRP-র তালিকায় প্রথম স্থান দখল করে রেখেছে। এবার দেখতে-দেখতে ৪০০ পর্ব পার করল এই ধারাবাহিক। সেটে হল জমিয়ে সেলিব্রেশন। কেক কাটা থেকে ছবি তোলা… তালিকা থেকে বাদ থাকল না কিছুই।