SSC Corruption Case: পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার

Jul 23, 2022 | 4:18 PM

পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ২০কোটি টাকা, একটি ল্যান্ডফোনের পাশাপাশি পাওয়া গিয়েছে ২০টি সেলুলার ফোনও!

কলকাতা: একুশে জুলাইয়ের পরদিন থেকেই SSC দুর্নীতি তদন্তে তেড়েফুঁড়ে ময়দানে ইডি। একদিনে একই সঙ্গে ১৩ জায়গায় ঝটিকা তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আর সেই অভিযানে ইডির হাতে ‘পাহাড়’ প্রমাণ অর্থ!

সকাল থেকেই ইডি আধিকারিকদের চোখা চোখা প্রশ্নের মুখে পড়তে হয় পার্থ চট্টোপাধ্যায়কে। আর প্রাক্তন শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠের বাড়ি থেকেই মিলল টাকার পাহাড়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ২০কোটি টাকা, একটি ল্যান্ডফোনের পাশাপাশি পাওয়া গিয়েছে ২০টি সেলুলার ফোনও!

অর্পিতার ফ্ল্যাটে নাকি মাঝেমধ্যেই আসতেন পার্থ, জানাচ্ছেন অর্পিতার প্রতিবেশীরাই। প্রত্যেক দুর্নীতির মতোই এই দুর্নীতিতেও প্রাপ্ত অর্থ সামাল দেওয়ার কাজ করতেন ফান্ড ম্যানেজার, আর এই ম্যানেজার যে অর্পিতাই, তা সাফ বুঝতে পারছেন ইডি আধিকারিকরা। টানা ১৭ ঘণ্টা জেরার মুখে অর্পিতা, অর্থের উৎস কি খুঁজে বার করতে পারবেন দুঁদে গোয়েন্দারা? তা সময়ই বলবে।

Published on: Jul 23, 2022 10:51 AM