Royal Enfield Hunter: সারা বিশ্বে এই বাইকের রেকর্ড বিক্রি!
সারা বিশ্বে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০য়ের চাহিদা বেড়েছে। ২০২২ সালে লঞ্চ হয় এই বাইক। হান্টার বাইক রেকর্ড বিক্রি হয়েছে। এই বাইকের চাহিদা জার্মানি,জাপান,ইতালি ও ফ্রান্সে বেশি। হান্টার কেনার জন্য ওয়েটিং লিস্টে আছেন অনেক ক্রেতারা। ৩৫০ সিসির ‘J’ সিরিজের নিও-রেট্রো লুক ক্রেতাদের খুব পছন্দের।
সারা বিশ্বে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০য়ের চাহিদা বেড়েছে। ২০২২ সালে লঞ্চ হয় এই বাইক। হান্টার বাইক রেকর্ড বিক্রি হয়েছে। এই বাইকের চাহিদা জার্মানি,জাপান,ইতালি ও ফ্রান্সে বেশি। হান্টার কেনার জন্য ওয়েটিং লিস্টে আছেন অনেক ক্রেতারা। ৩৫০ সিসির ‘J’ সিরিজের নিও-রেট্রো লুক ক্রেতাদের খুব পছন্দের। এই বাইকের দাম শুরু ১.৪৯ লাখ টাকা থেকে। এনফিল্ড বিভিন্ন বাইকের দাম বাড়িয়েছে। তবে বেস ভেরিয়েন্টের দাম বাড়ায়নি। এই বছরের ফেব্রুয়ারি মাসে হান্টার ৩৫০ বিক্রি হয় ১ লাখ। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় রয়্যাল এনফিল্ড হান্টার প্রচুর বিক্রি হয়েছে। রয়্যাল এনফিল্ডের সিইও জানান,মাত্র ১ বছরের মধ্যে এই বাইকের বিক্রির পরিমাণ ২ লাখ হবে। তিনি আরও জানান, সারা বিশ্বে রয়্যাল এনফিল্ড হান্টারের চাহিদা পূরণ করা হবে।
Published on: Aug 13, 2023 12:28 PM
Latest Videos