Gold Price: মাত্র ৬১ হাজার! এমন দামে কবে মিলবে সোনা?

Apr 08, 2025 | 11:33 PM

Gold: ইক্যুইটি বিশ্লেষক জন মিলস বলেছিলেন, ১০ গ্রাম সোনার দাম ৫৫ হাজারের কাছে নেমে আসবে। তবে, বর্তমান পরিস্থিতিতে তিনি সেই দাম সংশোধন করে তিনি ১০ গ্রামের সম্ভাব্য দাম বলেছেন ৬০ হাজার টাকার মতো।

অর্থনৈতিক পরিষেবা প্রদানকারী আমেরিকান সংস্থা মর্নিংস্টারের ইক্যুইটি বিশ্লেষক জন মিলস বলেছিলেন, ২০২৯ সালের মধ্যে ১০ গ্রাম সোনার দাম ৫৫ হাজারের কাছে নেমে আসবে। তবে, বর্তমান পরিস্থিতিতে তিনি সেই দাম সংশোধন করে তিনি ১০ গ্রামের সম্ভাব্য দাম বলেছেন ৬০ হাজার টাকার মতো।

মিলস বলছেন, সোনার বাজার স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গিয়েছে। অর্থাৎ, সোনা এর চেয়ে বেশি কিছু করতে পারে না। আর তাঁর এই বক্তব্যকে সাপোর্ট করছে বাজারও। কারণ স্বর্ণশিল্পে অধিগ্রহণ ও সংযুক্তিকরণ বৃদ্ধি পেয়েছে।

তবে এটা মনে রাখতে হবে, জন মিলস সোনার ক্ষেত্রে নেতিবাচক ভবিষ্যদ্বাণী করার জন্যই বিখ্যাত। অন্যান্য বিশেষজ্ঞরা সোনার দাম হ্রাসের ব্যাপারে মিলসের সঙ্গে সহমত পোষণ করেন না।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।