বাংলা নিয়ে ‘বিশেষ’ পদক্ষেপ কমিশনের, সব এনুমারেশন ফর্ম কি চেক হবে?
বাংলায় এসআইআর প্রক্রিয়ায় ‘বিশেষ’ নজর দিচ্ছে নির্বাচন কমিশন। বাংলায় এসআইআর প্রক্রিয়ায় নজরদারির জন্য এবার আসছেন ৪ জন স্পেশাল রোল অবজার্ভার। বাংলায় আসছেন বিকাশ সিং, সন্দীপ রেওয়াজি রাঠোর, রতন বিশ্বাস এবং ডক্টর শৈলেশ। কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে বসবেন তাঁরা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে সমন্বয় রেখে তাঁরা প্রয়োজনে রাজ্যের বিভিন্ন জায়গা পরিদর্শন করতে পারেন। বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া যেন কঠোরভাবে অনুসরণ করা হয়, তা সুনিশ্চিত করতে রাজ্যে আসছেন এই চার স্পেশাল রোল অবজার্ভার। কমিশন জানিয়েছে, স্পেশাল রোল অবজার্ভারদের কাজ হবে কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, তা নিশ্চিত করা। আর কোনও অযোগ্য ভোটারের নাম তালিকায় যেন না থাকে, তা দেখা। ক্লেম ও অবজেকশন প্রক্রিয়া শুরু থেকে তাঁরা দায়িত্ব পালন করবেন। এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন স্পেশাল রোল অবজার্ভাররা। এই চার স্পেশাল রোল অবজার্ভার সিইও-র অফিসে বসে সব এনামুরেশন ফর্ম চেক করবেন।
বাংলায় এসআইআর প্রক্রিয়ায় ‘বিশেষ’ নজর দিচ্ছে নির্বাচন কমিশন। বাংলায় এসআইআর প্রক্রিয়ায় নজরদারির জন্য এবার আসছেন ৪ জন স্পেশাল রোল অবজার্ভার। বাংলায় আসছেন বিকাশ সিং, সন্দীপ রেওয়াজি রাঠোর, রতন বিশ্বাস এবং ডক্টর শৈলেশ। কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে বসবেন তাঁরা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে সমন্বয় রেখে তাঁরা প্রয়োজনে রাজ্যের বিভিন্ন জায়গা পরিদর্শন করতে পারেন। বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া যেন কঠোরভাবে অনুসরণ করা হয়, তা সুনিশ্চিত করতে রাজ্যে আসছেন এই চার স্পেশাল রোল অবজার্ভার। কমিশন জানিয়েছে, স্পেশাল রোল অবজার্ভারদের কাজ হবে কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, তা নিশ্চিত করা। আর কোনও অযোগ্য ভোটারের নাম তালিকায় যেন না থাকে, তা দেখা। ক্লেম ও অবজেকশন প্রক্রিয়া শুরু থেকে তাঁরা দায়িত্ব পালন করবেন। এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন স্পেশাল রোল অবজার্ভাররা। এই চার স্পেশাল রোল অবজার্ভার সিইও-র অফিসে বসে সব এনামুরেশন ফর্ম চেক করবেন।