গীতাপাঠ করবে ৫,০০,০০০ মানুষ, দেশের মধ্য়ে নজির কলকাতা শহরে

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 05, 2025 | 5:29 PM

Geeta: আয়োজকদের দাবি, এই নজির শুধুমাত্র বাংলায় নয়, গোটা দেশে এক নজিরবিহীন ঘটনা। আগামী রবিবার অর্থাৎ ৭ ডিসেম্বর এই গীতাপাঠের আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্কুল-কলেজও যোগাযোগ করেছে বলে দাবি আয়োজকদের। এই পাঠ আদতে সমাজে স্থিরতা আনবে বলেও মনে করা হচ্ছে।

গীতাপাঠ উপলক্ষে বাবা রামদেব থেকে বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। গীতাপাঠের আয়োজন আগেও হয়েছিল এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, কিন্তু এই ধরনের আয়োজন এবারই প্রথম। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

কেন এত বড় গীতাপাঠের আয়োজন? তা নিয়ে প্রশ্ন উঠেছে। আয়োজকরা বলছেন, সমাজের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাতে স্থিরতা আনতেই এই গীতাপাঠের আয়োজন করা হয়েছে। রবিবার সকাল থেকে থাকবে তৎপরতা। অনেক মানুষ আয়োজকদের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গিয়েছে।

Published on: Dec 05, 2025 05:28 PM