ইয়াস-বিধ্বস্ত গ্রাম জলের তলায়, পাশে ৬ অধ্যাপিকা

aryama das |

Jun 21, 2021 | 1:16 PM

ইয়াস কবলিত গোবর্দ্ধনপুরের মানুষের পাশে দাঁড়িয়ে এভাবেই ছাত্র-ছাত্রীদের মধ্যে নৈতিক শিক্ষার প্রসার করছেন অধ্যাপিকারা।

Follow Us

পাথরপ্রতিমার একেবারে দক্ষিণ প্রান্তে এক গ্রাম গোবর্ধনপুর। বঙ্গোপসাগরের পাশেই অবস্থিত গ্রামটি। সম্পূর্ণ জলের তলায় রয়েছে এখনও সেটি। ফলে তাঁদের খাবার জায়গা নেই, জায়গা নেই মাথা গোঁজারও। সেই গ্রামের ৪০০ মানুষের খাবারের দায়িত্ব তুলে নিয়েছিলেন ৬ অধ্যাপিকা। বেথুন কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপিকা সুমিতা মুখোপাধ্যায়ের উদ্দ্যোগে শুরু এই উদ্যোগ। পরবর্তীতে আরও ৫ শিক্ষিকা যুক্ত হন। ইয়াস কবলিত গোবর্দ্ধনপুরের মানুষের পাশে দাঁড়িয়ে এভাবেই ছাত্র-ছাত্রীদের মধ্যে নৈতিক শিক্ষার প্রসার করছেন অধ্যাপিকারা। ছাত্র-ছাত্রীরাও মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন, অধ্যাপিকাদের শিক্ষা পাচ্ছে পূর্ণতা।

পাথরপ্রতিমার একেবারে দক্ষিণ প্রান্তে এক গ্রাম গোবর্ধনপুর। বঙ্গোপসাগরের পাশেই অবস্থিত গ্রামটি। সম্পূর্ণ জলের তলায় রয়েছে এখনও সেটি। ফলে তাঁদের খাবার জায়গা নেই, জায়গা নেই মাথা গোঁজারও। সেই গ্রামের ৪০০ মানুষের খাবারের দায়িত্ব তুলে নিয়েছিলেন ৬ অধ্যাপিকা। বেথুন কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপিকা সুমিতা মুখোপাধ্যায়ের উদ্দ্যোগে শুরু এই উদ্যোগ। পরবর্তীতে আরও ৫ শিক্ষিকা যুক্ত হন। ইয়াস কবলিত গোবর্দ্ধনপুরের মানুষের পাশে দাঁড়িয়ে এভাবেই ছাত্র-ছাত্রীদের মধ্যে নৈতিক শিক্ষার প্রসার করছেন অধ্যাপিকারা। ছাত্র-ছাত্রীরাও মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন, অধ্যাপিকাদের শিক্ষা পাচ্ছে পূর্ণতা।

Next Video