Alipurduar Burmese Teakwood Recovery: ৮ লাখের চোরাই কাঠ, যাচ্ছিল দিল্লি…
মঙ্গলবার দুপুরে কুমারগ্রাম ব্লকের তেলিপাড়া চেকপোষ্টের রেঞ্জ অফিসার রাজকুমার শা এবং ভল্কা রেঞ্জ অফিসার প্রভাত কুমার বর্মনের নেতৃত্বে এই অভিযান বলে জানাগিয়েছে। বিপুল পরিমান কাঠ অরুনাচল প্রদেশের ম্যায়াও থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ি সহ কাঠ বাজেয়াপ্ত করেছে বনদপ্তর
গোপন সুত্রে খবরের ভিত্তিতে আসাম বাংলা সীমান্তবর্তী পাকরিগুড়ি থেকে দিল্লি নম্বরের একটি চার চাকার ছোট ট্রাক আটক করলো বনকর্মিরা । সেই ট্রাক থেকে উদ্ধার হয় বিপুল পরিমানে চেরাই করা বার্মিজ সেগুন কাঠ। কাঠগুলোর বৈধ কাগজ না থাকায় গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককে।
মঙ্গলবার দুপুরে কুমারগ্রাম ব্লকের তেলিপাড়া চেকপোষ্টের রেঞ্জ অফিসার রাজকুমার শা এবং ভল্কা রেঞ্জ অফিসার প্রভাত কুমার বর্মনের নেতৃত্বে এই অভিযান বলে জানাগিয়েছে। বিপুল পরিমান কাঠ অরুনাচল প্রদেশের ম্যায়াও থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ি সহ কাঠ বাজেয়াপ্ত করেছে বনদপ্তর। উদ্ধার আনুমানিক ২০০ সি এফ টি চেরাই করা বার্মিজ সেগুন কাঠ, উদ্ধার হওয়া কাঠের অনুমানিক বাজার মুল্য আট লক্ষ টাকা। ধৃত গাড়ির চালকের নাম শত্রুঘ্ন পান্ডে। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা, তাকে আগামীকাল আদালতে পেশ করা হবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।