Brigade: বিরাট ‘বার্তা’ নিয়ে ব্রিগেডের পথে ৮২-র ‘তরুণ’ কান্তি!

| Edited By: সোমনাথ মিত্র

Apr 20, 2025 | 8:06 PM

শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি— চারটি গণসংগঠনের ডাকে রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করেছে সিপিআইএম। সেই ব্রিগেডের উদ্দেশ্যে যাওয়ার সময়‌ই বড় বার্তা দিলেন বর্ষীয়ান বাম নেতা কান্তি গাঙ্গুলি। অশীতিপর, ভোট ময়দানে নেই। তবুও দলের জন্য আজ‌ ব্রিগেডের সমাবেশের উদ্দেশ্যে। দেখুন ভিডিয়ো

শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি— চারটি গণসংগঠনের ডাকে রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করেছে সিপিআইএম। সেই ব্রিগেডের উদ্দেশ্যে যাওয়ার সময়‌ই বড় বার্তা দিলেন বর্ষীয়ান বাম নেতা কান্তি গাঙ্গুলি। অশীতিপর, ভোট ময়দানে নেই। তবুও দলের জন্য আজ‌ ব্রিগেডের সমাবেশের উদ্দেশ্যে। দেখুন ভিডিয়ো