Viral Video: রেসিং ট্র্যাকে ৯৮ বছরের বৃদ্ধা
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে,একটি রেসিং প্ল্য়াটফর্মে অনেকে দৌড়চ্ছেন।কিন্তু তাদের মধ্য়ে এমন একজন আছেন যিনি সবার থেকে এক্কেবারে আলাদা।বয়স ৯৮ বছর, তবু জীবনে হাল ছাড়েননি।বাকি সবার সঙ্গে বেশ তাল মিলিয়েই দৌড়চ্ছেন রেসিং ট্র্যাকে
মনের ইচ্ছের কাছে বয়স তো কিছুই না।ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে,একটি রেসিং প্ল্য়াটফর্মে অনেকে দৌড়চ্ছেন।কিন্তু তাদের মধ্য়ে এমন একজন আছেন যিনি সবার থেকে এক্কেবারে আলাদা।বয়স ৯৮ বছর, তবু জীবনে হাল ছাড়েননি।বাকি সবার সঙ্গে বেশ তাল মিলিয়েই দৌড়চ্ছেন রেসিং ট্র্যাকে।তাও আবার ৫ কিমি দৌড়েছেন মাত্র ৫৯ মিনিট ৬ সেকেন্ডে।তিনি ফিনিশিং লাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত বাকিরা তাঁর জন্য জোরে হাততালি দিতে শুরু করে।তিনি তাঁর ঘড়িতে সময় দেখেন এবং তারপর খুশি হয়ে সেখান থেকে এগিয়ে যান।বাকিরা সেই মহিলাকে অভিনন্দন জানায়।goodnews_movement নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায়ই এই ধরনের ভিডিয়ো পোস্ট করা হয়।এখনও পর্যন্ত এই ভিডিয়োটিতে ২০ লাখেরও বেশি ভিউ হয়েছে এবং লক্ষাধিক মানুষ এটি লাইক করেছে।বলিউড অভিনেত্রী এষা গুপ্তাও লাইক করেছেন।একজন লিখেছেন,’এটি আমার দেখা সর্বকালের সেরা ভিডিয়ো’।