Mini Stroke: সপ্তাহে ১০০ বার স্ট্রোক তবু বেঁচে

| Edited By: Tapasi Dutta

Nov 18, 2023 | 6:45 PM

Mini Stroke: দিল্লির ৬৫ বছর বয়সী এক ব্যক্তি এক সপ্তাহে ১০০ বারেরও বেশি মিনি-স্ট্রোকের শিকার। ট্রানজিয়েন্ট ইসকিমিক অ্যাটাকে তাঁর ডান হাত ও পায়ের জোর চলে যায়। অত্যধিক ধূমপানে ওই ব্যক্তির রক্তনালী সরু হয়ে যায়। ফুসফুসের ডান দিকে ৯০% রক্ত সরবরাহ হচ্ছিল। পুরোপুরি বন্ধ হয়ে যায় বাম দিক। এতে মস্তিষ্কে রক্ত ও অক্সিজেনের ঘাটতি হয়।

দিল্লির ৬৫ বছর বয়সী এক ব্যক্তি এক সপ্তাহে ১০০ বারেরও বেশি মিনি-স্ট্রোকের শিকার। ট্রানজিয়েন্ট ইসকিমিক অ্যাটাকে তাঁর ডান হাত ও পায়ের জোর চলে যায়। অত্যধিক ধূমপানে ওই ব্যক্তির রক্তনালী সরু হয়ে যায়। ফুসফুসের ডান দিকে ৯০% রক্ত সরবরাহ হচ্ছিল। পুরোপুরি বন্ধ হয়ে যায় বাম দিক। এতে মস্তিষ্কে রক্ত ও অক্সিজেনের ঘাটতি হয় । ঘন ঘন স্ট্রোক হতে থাকে এর ফলে। মস্তিষ্কের ডানদিকে অভ্যন্তরীণ ক্যারোটিড ধমনী সরু হয়ে যায়। তাঁর মস্তিষ্কে ইন্ট্রাক্রেনিয়াল স্টেন্টিং করা হয়। অস্ত্রোপচারের পর থেকে তিনি সম্পূর্ণ সুস্থ হন। চিকিৎসকরা মিনি স্ট্রোকের লক্ষণ সম্পর্কে সচেতন হতে বলেছেন। মুখ, হাত বা পায়ে দুর্বলতা। শরীরের একপাশে অসাড়তা বা পক্ষাঘাত। ঝাপসা দৃষ্টি, কথা জড়িয়ে যাওয়া। অন্যদের কথা বুঝতে অসুবিধা হওয়া। এক বা দুই চোখেই অন্ধত্ব, বা জোড়া-জোড়া দেখা আর ভারসাম্য হারানো। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল যাঁদের তাঁরা সাবধান। অতিরিক্ত ধূমপান, অনিয়মিত জীবনযাত্রা থাকলে এই রোগের ঝুঁকি বাড়ে।