Bengal Cyclist in Uzbekistan: সাগর শুকিয়ে মরুর দেশে বাঙালির সাইকেল

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 05, 2023 | 3:27 PM

অতীতে ছিল আরাল সাগর ১৯৬০ থেকে সাগর শুকিয়ে মরুভূমি হয়েছে। দুনিয়ার নবীনতম মরুভূমি আরালকাম। ভূরাজনৈতিক ভাবে মধ্য এশিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে উজবেকিস্তান।

দুর্ণীতি বরদাস্ত করা হবেনা। একজোট হয়ে দলের হয়ে কাজ করতে হবে। রাজ্য নেতৃত্বকে রিপোর্ট দেওয়া হবে৷ গাফিলতি হলে পদ নাও থাকতে পারে। লোকসভা ভোটের দিকে তাকিয়ে কার্যত প্রচ্ছন্ন হুমকির সুর জেলা সভাধিপতি কাজল শেখের গলাই। মুরারইয়ে দলের এক কর্মসূচিতে যোগ দিয়ে সোমবার দলের নেতাদের সংযত হওয়ার বার্তা দিয়েছেন কাজল। পাশাপাশি প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি দের উদ্দেশ্যেও সভাধিপতি জানিয়েদেন তাদের কাজ দেখা হবে। নাহলে ছয়মাস পর তাদের পরিবর্তন করা হবে। অনুব্রতহীন বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকট হয়েছে।সেদিক থেকে কাজলের হুঁশিয়ারিতে কাজল রাজ শুরু বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার কতটা প্রভাব পরে তৃণমূলের অন্দরে।

Published on: Sep 05, 2023 03:26 PM