Sonarpur: বাঙালির আবার শিখর জয়
সফলভাবে ব্রম্ভা ১ (৬৪১৬মিটার) অভিযান সোনারপুর আরোহীর। এই প্রথম কোনো ভারতীয়রা এই অভিযানে সফল হল। প্রথমবার ১৯৭৩ সালে ইংলন্ডের ক্রিস বনিংটন আরোহণ করে। ১৯৭৮ সালে ইংলন্ডের একটি পর্বতারোহী দল আরোহণ করে এই শৃঙ্গ। তারপর ১৯৭৯ সালে জাপানের একটি পর্বতারোহী দল আরোহণ করে এই শৃঙ্গ।
সফলভাবে ব্রম্ভা ১ (৬৪১৬মিটার) অভিযান সোনারপুর আরোহীর। এই প্রথম কোনো ভারতীয়রা এই অভিযানে সফল হল। প্রথমবার ১৯৭৩ সালে ইংলন্ডের ক্রিস বনিংটন আরোহণ করে। ১৯৭৮ সালে ইংলন্ডের একটি পর্বতারোহী দল আরোহণ করে এই শৃঙ্গ। তারপর ১৯৭৯ সালে জাপানের একটি পর্বতারোহী দল আরোহণ করে এই শৃঙ্গ। প্রথমবার আরোহণের ৫০ বছর পুর্তি উপলক্ষে এই অভিযান। রুদ্রপ্রসাদ হালদারারের নেতৃত্বে ১৫ জনের একটি দল রওনা দেয় সোনারপুর থেকে দুটি ভাগে ভাগ হয়ে। প্রথম দলটি যায় ২৭শে জুন। দ্বিতীয় দলটি যায় ৩০শে জুন। গতকাল রাত্রি ১১টা নাগাদ ৫ জন শেরপা ও ৯ জনের দল সামিটের উদ্দেশ্যে রওনা দেয়। আজ সকাল সাড়ে দশটার আশেপাশে সামিট করে তারা।
Published on: Jul 18, 2023 03:52 PM
Latest Videos