বিজেপি কর্মীকে মারধর নিয়ে যুক্তি ব্রাত্যর, পাল্টা শমীক বললেন ‘রাম বাংলায় ব্রাত্য’

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 20, 2026 | 3:33 PM

মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল লক্ষ্য করে 'জয় শ্রীরাম' স্লোগান। আর সেই স্লোগান দেওয়ায় উত্তর ২৪ পরগনার বারাসতে মারধর করা হল এক বিজেপি কর্মীকে। ঘটনাটি নিয়ে তৃণমূল নেতা ব্রাত্য বসু বলেন, "আমাদের সভাস্থলের কাছেই বা এই স্লোগানটা দিতে হবে কেন? সত্যিকারের যদি ভক্ত হন, বাড়িতে বসেই তো স্লোগান দিতে পারেন। কিংবা নিজের পার্টি অফিসে দিতে পারেন। আমাদের সভাস্থলের সামনে এসে স্লোগানটা দিতে যাবেনই বা কেন? তার মানে নিশ্চয় কোথাও প্ররোচনা দিতে চাইছেন। না হলে চাইছেন, ঝামেলা বাধুক।" 'জয় শ্রীরাম' স্লোগান দেওয়ায় মারধরের ঘটনায় রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "এটা তো ধীরে ধীরে রামের দেশ থাকছে না। বাবরের দেশ হতে চলেছে। সুতরাং রাম পশ্চিমবঙ্গে ব্রাত্য।"

মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান। আর সেই স্লোগান দেওয়ায় উত্তর ২৪ পরগনার বারাসতে মারধর করা হল এক বিজেপি কর্মীকে। ঘটনাটি নিয়ে তৃণমূল নেতা ব্রাত্য বসু বলেন, “আমাদের সভাস্থলের কাছেই বা এই স্লোগানটা দিতে হবে কেন? সত্যিকারের যদি ভক্ত হন, বাড়িতে বসেই তো স্লোগান দিতে পারেন। কিংবা নিজের পার্টি অফিসে দিতে পারেন। আমাদের সভাস্থলের সামনে এসে স্লোগানটা দিতে যাবেনই বা কেন? তার মানে নিশ্চয় কোথাও প্ররোচনা দিতে চাইছেন। না হলে চাইছেন, ঝামেলা বাধুক।” ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ায় মারধরের ঘটনায় রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “এটা তো ধীরে ধীরে রামের দেশ থাকছে না। বাবরের দেশ হতে চলেছে। সুতরাং রাম পশ্চিমবঙ্গে ব্রাত্য।”