Howrah News: ঘরের উঠোন থেকে শিশু চুরি
Bankra Kidnapping News: ঘরের উঠোন থেকে শিশু চুরি। গতকাল সন্ধ্যা ছটা নাগাদ ঘটনাটি ঘটে বাঁকড়া পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে মিশ্র পাড়ায়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘরের উঠোন থেকে শিশু চুরি। গতকাল সন্ধ্যা ছটা নাগাদ ঘটনাটি ঘটে বাঁকড়া পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মিশ্র পাড়ায়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর আড়াই বছরের এক শিশুকে বাড়ির উঠোনে বসিয়ে তার মা দোকানে যান। কিছুক্ষণ পর ঘরে এসে তিনি দেখেন শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর মা এবং তার প্রতিবেশীরা আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করলেও তার কোন খোঁজ পাওয়া যায়নি।
পরে ওই পরিবার লিখিতভাবে বাঁকড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হলেও এখনো পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি। পরিবারের অভিযোগ শিশুটিকে কে বা কারা চুরি করে নিয়ে যায়। চারদিকে খোঁজাখুঁজি করলেও তারা খুঁজে পাননি। পুলিশের পক্ষ থেকে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে একটি শিশু নিখোঁজ আছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।