Mateli Road Accident: গতির বলি হরিণ
ফের দ্রুতগামী গাড়ির গতির বলি নিরীহ হরিণ। ঘটনাটি ঘটেছে চাপড়ামারী জঙ্গল বুক চিরে চলে যাওয়া নাগরাকাটা থেকে চালশা গামী জাতীয় সড়কে।সোমবার গভীর রাতে এই রাস্তা ধরে ফেরার সময় ধূপগুড়ির বাসিন্দা আমজাদ খান দেখতে পায় খুনিয়া মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে একটি হরিণ পড়ে রয়েছে।
ফের দ্রুতগামী গাড়ির গতির বলি নিরীহ হরিণ। ঘটনাটি ঘটেছে চাপড়ামারী জঙ্গল বুক চিরে চলে যাওয়া নাগরাকাটা থেকে চালশা গামী জাতীয় সড়কে।সোমবার গভীর রাতে এই রাস্তা ধরে ফেরার সময় ধূপগুড়ির বাসিন্দা আমজাদ খান দেখতে পায় খুনিয়া মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে একটি হরিণ পড়ে রয়েছে।
সামনে গিয়ে দেখতে পায় একটি চিতল হরিণ ছটফট করছে সেই হরিণটিকে জল খাইয়ে বাঁচানোর চেষ্টা করেন তিনি। যদিও জঙ্গলের রাস্তা ফাঁকা থাকায় তিনি সেখানে দাড়ানোর আর সাহস করেননি এমনকি কোন বন কর্মীদের নাম্বারও তার কাছে না থাকায় খবর দিতে পারেননি তিনি ।সেই ব্যক্তি থেকে জানা যায় সেই রাস্তা দিয়ে একের পর এক দ্রুতগতিতে গাড়ি যাচ্ছিল সেই সময় হয়তোবা গাড়ির ধাক্কায় সেই হরিণটির মৃত্যু হয়ে থাকতে পারে।