Gangarampur News: নিখোঁজ ডেলিভারি বয়
কাজে বেরিয়ে নিখোঁজ এক ডেলিভারি বয়। রাতভর খোঁজাখুঁজি করলেও খোঁজ মেলেনি ওই যুবকের৷ অবশেষে নিখোঁজ যুবকের খোঁজ পেতে শুক্রবার গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করলেন পরিবার। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে অভিযোগ পেতেই পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।
কাজে বেরিয়ে নিখোঁজ এক ডেলিভারি বয়। রাতভর খোঁজাখুঁজি করলেও খোঁজ মেলেনি ওই যুবকের৷ অবশেষে নিখোঁজ যুবকের খোঁজ পেতে শুক্রবার গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করলেন পরিবার। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে অভিযোগ পেতেই পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। তবে এখন পর্যন্ত ওই যুবকের খোঁজ পায়নি গঙ্গারামপুর থানার পুলিশ।
জানা গেছে, নিখোঁজ যুবকের নাম সুরজিৎ বর্মন(২৮)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ইন্দ্রনারায়পুর কলোনি এলাকায়। ওই যুবক একটি বেসরকারি কোম্পানিতে ডেলিভারি বয়ের কাজ করত। প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে কাজে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় ওই যুবক। এরপর প্রায় দুই লক্ষ টাকার সামগ্রী নিয়ে ডেলিভারির উদ্দেশ্যে হরিরামপুর রওনা হয় যুবক।
এদিকে যুবকের বাড়ি ফেরার সময় হলেও যুবক বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন যুবকের পরিবারের সদস্যরা। যুবকের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন তার পরিবারের সদস্যরা, কিন্তু কোন লাভ হয়নি। ফোন বন্ধ আসে৷ এমতঅবস্থায় শুক্রবার গঙ্গারামপুর থানার দ্বারস্থ হলেন নিখোঁজ ডেলিভারি বয়ের পরিবারের সদস্য। এদিকে অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।