AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dog Viral Video: মোরগের ভয়ে কাবু  কুকুর!

Dog Viral Video: মোরগের ভয়ে কাবু কুকুর!

আসাদ মল্লিক

|

Updated on: Mar 03, 2023 | 10:51 AM

Share

Dog Viral Video: মোরগের ভয়ে কাবু কুকুর!

কখনও কি মোরগ আর কুকুরের লড়াই দেখেছেন? না এ লড়াইয়ের নিয়ম মোরগ লড়াইয়ের নিয়মের মতো নয়।ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তায় একটি কুকুর আর একটি মোরগের ঝামেলা হচ্ছে।কুকুরটি রেগে গিয়ে মোরগটির দিকে এগিয়ে যাচ্ছে,আর তাকে ভয় দেখাচ্ছে।কিন্তু মোরগটিও কম যায় না।সেও উড়ে গিয়ে বার বার কুকুরটির গায়ে ঝাঁপিয়ে পড়ছে।এভাবে বেশ কিছুক্ষণ চলতে থাকে।কুকুরটি রেগে রিয়ে তার পালক কামড়ে ধরে।আর তারপরেই আর নিজের রাগ সামলাতে পারে না মোরগটি।একের পর এক পাল্টা আক্রমণ করতে থাকে।আর তাতেই ভয়ে কাবু হয় কুকুরটি।লেজ গুটিয়ে পালাতে বাধ্য় হয়।ভিডিয়ো দেখে অধিকাংশ নেটিজ়েন হাসি চাপতে পারেননি।যদিও ভিডিয়োটি নিয়ে সমালোচনাও কম হয়নি।এই ভিডিয়োটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল animal_lover_wagad থেকে পোস্ট করা হয়েছে।এই ক্লিপটি এখন পর্যন্ত ৫ হাজারের বেশি লাইক পেয়েছে এবং ৭০ হাজারেরও বেশি লাইক পেয়েছে।একজন ক্যাপশনে লিখেছেন ‘ভিডিয়ো না করে এদের দু’জনকে আলাদা করার চেষ্টা করুন’।একজন লিখেছেন, ‘মোরগটি একটুও ভয় পাচ্ছে না,আমি সেটা দেখেই অবাক’।

Published on: Mar 03, 2023 10:51 AM