১৫ হাজার মানুষের পাশে থাকায় একটা ফেসবুক পেজের অ্যাম্বুলেন্স পরিষেবা হয়ে ওঠার গল্প

aryama das

| Edited By: নির্ণয় ভট্টাচার্য্য

Updated on: Jul 07, 2022 | 7:26 PM

তৈরি হয়েছে ১০০-রও বেশি হোয়াটসঅ্যাপ গ্ৰুপ। আবাসিক, প্রশাসক, পুলিশকর্তা সবাই যুক্ত সেখানে।

নিজেদের দরকারে যাতে অন্যকে পাশে পাওয়া যায় সেই উদ্দেশে ফেসবুকে নিউটাউনের আবাসিকরা তৈরি করেন ‘নিউটাউন ফোরাম অ্য়ান্ড নিউজ’। সেই মঞ্চই এখন অক্সিজেনের খোঁজ দিচ্ছে, হাসপাতালে ফাঁকা বেডের হাদিস দিচ্ছে, ভ্যাক্সিনেশন করাতে সহায়তা করছে। ফেসবুকের একটা পেজের মাধ্যমে কাছে এসেছেন মানুষ। তৈরি হয়েছে ১০০-রও বেশি হোয়াটসঅ্যাপ গ্ৰুপ। আবাসিক, প্রশাসক, পুলিশকর্তা সবাই যুক্ত সেখানে। সদস্য আর স্বেচ্ছাসেবকরা রাতদিন এক করে পাশে থাকছেন একে-অপরের।। এই করতে-করতে একটি অ্যাম্বুলেন্স পরিষেবারও শুরু করল এই ফোরাম। করোনার প্রথম ঢেউ যখন আছড়ে পরে তখনও এই অঞ্চলের আবাসিকরা একসঙ্গে মোকাবিলা করেছেন। মানুষজনকে সাহায্য করবার পাশাপাশি বাদ পড়েনি আর্ত পশুপাখিও। শুধু বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়াই নয়, বিভিন্ন আবাসনে যেসব মানুষ নিরাপত্তা-কর্মী ও পরিচারিকার কাজ করেন তাঁদের মধ্যে এই মঞ্চ থেকে বিলি করা হচ্ছে লিফলেট। সেখানে দেওয়া নম্বরে ফোন করলে মিলবে খাবার থেকে চিকিৎসা সমস্ত পরিষেবা এবং অবশ্যই নিঃশুল্ক। এই ভাবেই গড়ে উঠেছে একটা সমন্বয়। মানুষের পাশে এসে দাঁড়িয়েছে মানুষ।

Published on: May 14, 2021 11:36 PM