Personal Loan: ব্যক্তিগত ঋণ নেওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে কোন কোন জিনিস?

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Feb 27, 2023 | 6:01 PM

ব্যক্তিগত ঋণ পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা বিভিন্ন ব্য়াঙ্কের ক্ষেত্রে বিভিন্ন হয়।এর মধ্যে গুরুত্বপূর্ণ হল আয়ের স্থিতিশীলতা , আবেদনকারীর বয়স, সিবিল স্কোর

ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে মাথায় রাখতে হবে কিছু জিনিস।এক নজরে দেখে নিন ব্যক্তিগত ঋণ নেওয়ার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে।ব্যক্তিগত ঋণ পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা বিভিন্ন ব্য়াঙ্কের ক্ষেত্রে বিভিন্ন হয়।এর মধ্যে গুরুত্বপূর্ণ হল আয়ের স্থিতিশীলতা , আবেদনকারীর বয়স, সিবিল স্কোর ।সিবিল স্কোর একটি তিন সংখ্যার নম্বর। যার মাধ্যমে কোনও ঋণগ্রহীতার ধার নেওয়ার ইতিহাস সারাংশ জানা যায়। আক্ষরিক অর্থে যার সিবিল স্কোর যত বেশি তাঁর লোন পাওয়ার সম্ভাবনা তত বেশি।লোন নেওয়ার আগে বিভিন্ন ব্য়াঙ্কের সুদের হার খতিয়ে দেখতে হবে ঋণগ্রহীতাদের। ঋণের ক্ষেত্রে সুদের হার বিভিন্ন ব্য়াঙ্কের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। কিছু নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানও পার্সোনাল লোন দিয়ে থাকে।অনলাইন বা অফলাইন দুই ভাবেই সহজে আবেদন করা যাবে এমন ক্ষেত্রেই লোনের আবদেন করা উচিত। ক্রেডিট কার্ড হোল্ডাররা খুব সহজেই পার্সোনাল লোন পেয়ে থাকেন। তবে সেক্ষেত্রে তাঁদের ক্রেডিট কার্ড ব্যবহারের আধিক্যের উপর এবং টাকা ফেরত দেওয়ার ইতিহাসের উপর লোন পাওয়া নির্ভর করে।অপেক্ষাকৃত বেশি হারে পার্সোনাল লোন পাওয়া যায়।কোনও ব্য়াঙ্কে লোনের আবেদন করার আগে পার্সোনাল লোনের ক্ষেত্রে সেই ব্যাঙ্কের বিভিন্ন চার্জ জেনে তবেই আবেদন করা উচিত।