Basirhat: ধরতে গিয়েছিলেন মাছ, তারপর…
বসিরহাটের হাড়োয়া থানার সোনাপুকুর-শংকরপুর গ্রাম পঞ্চায়েতের কুলগাছি গ্রামের ঘটনা। মেছোভেঁড়িতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মৃত এক ব্যক্তি। মৃতের নাম দিলীপ মন্ডল (৫৮)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত আড়াইটে নাগাদ কুলগাছি গ্রামের একটি মেছো ভেঁড়িতে মাছ ধরতে গিয়েছিলেন ঐ মৎস্যজীবী। সেখানেই বজ্রাঘাতে গুরুতর আহত হন ওই ব্যক্তি।
বসিরহাটের হাড়োয়া থানার সোনাপুকুর-শংকরপুর গ্রাম পঞ্চায়েতের কুলগাছি গ্রামের ঘটনা। মেছোভেঁড়িতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মৃত এক ব্যক্তি। মৃতের নাম দিলীপ মন্ডল (৫৮)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত আড়াইটে নাগাদ কুলগাছি গ্রামের একটি মেছো ভেঁড়িতে মাছ ধরতে গিয়েছিলেন ঐ মৎস্যজীবী। সেখানেই বজ্রাঘাতে গুরুতর আহত হন ওই ব্যক্তি। তারপর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি ওই বজ্রপাতে আরো এক যুবক ৩২ বছরের বিকাশ মণ্ডল আহত হয়েছেন। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার অজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।