Durgapur Fraud News: ডাকঘরের চাকরিতেও প্রতারণা!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 29, 2023 | 7:07 PM

কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিতদের নিয়ে ও তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের দুর্নীতির প্রতিবাদে ধর্মতলায় শাহী সভা বিজেপির। এই আবহে এবার দুর্গাপুর স্টেশনে আরও একটি দুর্নীতির সাক্ষী রইলো স্টেশনে আসা যাত্রীরা। ঘটনাস্থল দুর্গাপুর স্টেশনের চার নম্বর প্লাটফর্ম।

Follow Us

কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিতদের নিয়ে ও তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের দুর্নীতির প্রতিবাদে ধর্মতলায় শাহী সভা বিজেপির। এই আবহে এবার দুর্গাপুর স্টেশনে আরও একটি দুর্নীতির সাক্ষী রইলো স্টেশনে আসা যাত্রীরা। ঘটনাস্থল দুর্গাপুর স্টেশনের চার নম্বর প্লাটফর্ম। আচমকা ভিড় প্লাটফর্মে এক মহিলা নিজের পায়ের জুতো খুলে জুতোপেটা করছে এক ব্যাক্তিকে। হটাৎই এই দৃশ্য দেখে ভিড় জমে যায়। ঘটনাস্থলে যায় রেল পুলিশ।

কিন্তু কেন প্রকাশ্যে এই মারধর? এই মহিলার নাম আলপনা সেন। তিনি রানীগঞ্জে ভাড়া বাড়িতে থাকেন এবং বিজেপি কর্মী। দুর্গাপুর স্টেশন থেকে বিশেষ ট্রেনে শাহী সভায় যোগ দিতে যাচ্ছিলেন। অভিযোগ ডাকঘরে চাকরি করে দেওয়ার নাম করে অভিযুক্ত ব্যাক্তি দু লক্ষ টাকা নিয়েছিলেন বিজেপি কর্মী আলপনা সেনের কাছে। ছেলের চাকরির জন্য বছর দুয়েক আগে টাকা দিলেও চাকরি মেলেনি। প্রায় এক বছর খোঁজ পাওয়া যায়নি অভিযুক্ত ব্যক্তির। অনেক বার ফোন করেছেন অভিযুক্ত এই ব্যাক্তিকে, কিন্তু মহিলা বিজেপি কর্মীর ফোন দু একবার ধরলেও, অভিযুক্ত ব্যাক্তি এরপর ফোন নম্বর ব্লক লিস্টে ফেলে দেন। টাকা ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন মহিলা বিজেপি কর্মী।

বুধবার ধর্মতলায় দলীয় জনসভায় স্পেশাল ট্রেন ধরার জন্য রানীগঞ্জ থেকে দুর্গাপুর আসেন এই মহিলা বিজেপি কর্মী, সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থকরা। আচমকা অভিযুক্ত ব্যাক্তিকে দেখতে পান আলপনা সেন। চুপচাপ তার সামনে পৌঁছে টাকা ফেরত চাইতে শুরু করেন, কিছুটা হকচকিয়ে যায় অভিযুক্ত ব্যাক্তি। এরপর পায়ের জুতো খুলে প্রকাশ্যে অভিযুক্ত ব্যাক্তিকে মারধর শুরু করে দেন মহিলা বিজেপি কর্মী। কেন ফোন ধরেননি এতদিন সেই প্রশ্ন তো ছিলই, সাথে ছিল টাকা ফেরত আর চাকরি কোথায় এই সব প্রশ্ন। আচমকা এই ধরণের অস্বস্তিকর বিড়ম্বনার মাঝে পড়ে গিয়ে বেসামাল ঐ ব্যাক্তি তখন পড়ি কি মরি কি করে ছুটছেন। বিপদ আরও না বাড়ে যাতে তার জন্য উত্তেজিত রনংদেহি মহিলার হাত থেকে বাঁচাতে ছুটে আসেন রেল রক্ষী বাহিনী ও জিআরপি কর্মীরা। কোনও ক্রমে তাকে উদ্ধার করে নিয়ে যায় তাকে। নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করেন অবনী (জীবন) মন্ডল নামে অভিযুক্ত ব্যাক্তি।

কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিতদের নিয়ে ও তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের দুর্নীতির প্রতিবাদে ধর্মতলায় শাহী সভা বিজেপির। এই আবহে এবার দুর্গাপুর স্টেশনে আরও একটি দুর্নীতির সাক্ষী রইলো স্টেশনে আসা যাত্রীরা। ঘটনাস্থল দুর্গাপুর স্টেশনের চার নম্বর প্লাটফর্ম। আচমকা ভিড় প্লাটফর্মে এক মহিলা নিজের পায়ের জুতো খুলে জুতোপেটা করছে এক ব্যাক্তিকে। হটাৎই এই দৃশ্য দেখে ভিড় জমে যায়। ঘটনাস্থলে যায় রেল পুলিশ।

কিন্তু কেন প্রকাশ্যে এই মারধর? এই মহিলার নাম আলপনা সেন। তিনি রানীগঞ্জে ভাড়া বাড়িতে থাকেন এবং বিজেপি কর্মী। দুর্গাপুর স্টেশন থেকে বিশেষ ট্রেনে শাহী সভায় যোগ দিতে যাচ্ছিলেন। অভিযোগ ডাকঘরে চাকরি করে দেওয়ার নাম করে অভিযুক্ত ব্যাক্তি দু লক্ষ টাকা নিয়েছিলেন বিজেপি কর্মী আলপনা সেনের কাছে। ছেলের চাকরির জন্য বছর দুয়েক আগে টাকা দিলেও চাকরি মেলেনি। প্রায় এক বছর খোঁজ পাওয়া যায়নি অভিযুক্ত ব্যক্তির। অনেক বার ফোন করেছেন অভিযুক্ত এই ব্যাক্তিকে, কিন্তু মহিলা বিজেপি কর্মীর ফোন দু একবার ধরলেও, অভিযুক্ত ব্যাক্তি এরপর ফোন নম্বর ব্লক লিস্টে ফেলে দেন। টাকা ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন মহিলা বিজেপি কর্মী।

বুধবার ধর্মতলায় দলীয় জনসভায় স্পেশাল ট্রেন ধরার জন্য রানীগঞ্জ থেকে দুর্গাপুর আসেন এই মহিলা বিজেপি কর্মী, সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থকরা। আচমকা অভিযুক্ত ব্যাক্তিকে দেখতে পান আলপনা সেন। চুপচাপ তার সামনে পৌঁছে টাকা ফেরত চাইতে শুরু করেন, কিছুটা হকচকিয়ে যায় অভিযুক্ত ব্যাক্তি। এরপর পায়ের জুতো খুলে প্রকাশ্যে অভিযুক্ত ব্যাক্তিকে মারধর শুরু করে দেন মহিলা বিজেপি কর্মী। কেন ফোন ধরেননি এতদিন সেই প্রশ্ন তো ছিলই, সাথে ছিল টাকা ফেরত আর চাকরি কোথায় এই সব প্রশ্ন। আচমকা এই ধরণের অস্বস্তিকর বিড়ম্বনার মাঝে পড়ে গিয়ে বেসামাল ঐ ব্যাক্তি তখন পড়ি কি মরি কি করে ছুটছেন। বিপদ আরও না বাড়ে যাতে তার জন্য উত্তেজিত রনংদেহি মহিলার হাত থেকে বাঁচাতে ছুটে আসেন রেল রক্ষী বাহিনী ও জিআরপি কর্মীরা। কোনও ক্রমে তাকে উদ্ধার করে নিয়ে যায় তাকে। নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করেন অবনী (জীবন) মন্ডল নামে অভিযুক্ত ব্যাক্তি।

Next Video