Viral Video: গাড়ি ভেতরে আটকে বিষাক্ত কিং কোবরা, খালি হাতে উদ্ধার করলেন এক ব্যক্তি
সাপটি যেহেতু গাড়ির এক জায়গায় আটকে গিয়েছিল,তাই ওই উদ্ধারকারী সাবধানতার সঙ্গে তাকে উদ্ধার করছে। কিছুক্ষণের মধ্যে তিনি সাপটিকে উদ্ধার করতে সক্ষম হন এবং রাস্তার ওপারে নিয়ে যান। ঘটনাস্থলে বহু মানুষ জড়ো হয়ে গিয়েছিলেন সাপটিকে দেখতে
সদ্য ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। ভিডিয়ো দেখা গিয়েছে,এক উদ্ধারকারী এসে খালি হাতে করে সাপটিকে গাড়ি থেকে বের করার চেষ্টা করছেন। সাপটি যেহেতু গাড়ির এক জায়গায় আটকে গিয়েছিল,তাই ওই উদ্ধারকারী সাবধানতার সঙ্গে তাকে উদ্ধার করছে। কিছুক্ষণের মধ্যে তিনি সাপটিকে উদ্ধার করতে সক্ষম হন এবং রাস্তার ওপারে নিয়ে যান। ঘটনাস্থলে বহু মানুষ জড়ো হয়ে গিয়েছিলেন সাপটিকে দেখতে। ওই উদ্ধারকারী যখন শেষমেশ গাড়ির ভিতর থেকে সাপটিকে বের করলেন। অনেকেই তাঁদের ফোন থেকে ছবি এবং ভিডিয়ো রেকর্ড করতে থাকেন। ভিডিয়োটি শেয়ার করেছেন @Rajmajiofficial নামের এক টুইটার ব্যবহারকারী। এদিকে ভিডিয়োটি দেখার পর নেটিজ়েনরাও স্তম্ভিত হয়ে গিয়েছে। তাঁদেরও গাড়িতে যদি কোনও দিন এমন কাণ্ড ঘটে,সেই উদ্বিগ্নতার কথাও অনেকে প্রকাশ করেছেন। কিং কোবরা হল অত্যন্ত বিষাক্ত একটি সাপ। এটি বিশ্বের বৃহত্তম সাপগুলির একটি,যা 18 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এরা মূলত তাদের স্বতন্ত্র ফণা এবং শক্তিশালী নিউরোটক্সিক বিষের জন্য পরিচিত।