Viral Video: ট্রেনের মধ্যে স্কার্ট পরে ক্যাটওয়াক এক পুরুষের, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিয়ো
নেটপাড়ায় তিনি প্রসিদ্ধ ‘The Guy in a Skirt’ নামেই। পেশায় একজন ফ্যাশন ব্লগার শিবমের ইনস্টাগ্রামে ৩০,০০০-এরও বেশি ফলোয়ার্স রয়েছে। শিবম লিখছেন,'এই ভাবেই আমি মুম্বইয়ের বেশির ভাগ পাবলিক প্লেসে চলাফেরা করি,বাদ যায় না মুম্বই লোকাল ট্রেনও'
ফ্যাশনের কোনও গণ্ডি নেই!। নারীরা অনেক দিন ধরেই পুরুষদের পোশাক পরে আসছেন। সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে একটি ভিডিয়ো । এক ব্যক্তি স্কার্ট পরে মুম্বই লোকাল ট্রেনের অন্দরে ক্যাটওয়াক করছেন। তাঁর চোখে রোদচশমা। ব্যক্তির নাম শিবম ভরদ্বাজ। ট্রেনের যাত্রীরা কৌতূহল ভরা নয়নে ফ্যালফ্যাল করে তাঁর দিকে চেয়ে ভাবছেন,‘ইনি পুরুষ নাকি মহিলা?’। নেটপাড়ায় তিনি প্রসিদ্ধ ‘The Guy in a Skirt’ নামেই। পেশায় একজন ফ্যাশন ব্লগার শিবমের ইনস্টাগ্রামে ৩০,০০০-এরও বেশি ফলোয়ার্স রয়েছে। শিবম লিখছেন,’এই ভাবেই আমি মুম্বইয়ের বেশির ভাগ পাবলিক প্লেসে চলাফেরা করি,বাদ যায় না মুম্বই লোকাল ট্রেনও’। একজন তাঁর ইনস্টা প্রোফাইলে লিখেছিলেন,’আপনি পুরুষদের জনসমক্ষে এরকম পোশাক পরতে দেখবেন না। নিজেকে অন্যরকম দেখানোটা বন্ধ করুন’। ইনস্টাগ্রামে এই পোস্টটি মূলত ইতিবাচক প্রতিক্রিয়াই অর্জন করেছে। বহু মানুষই শিবমের আত্মবিশ্বাস এবং স্টাইলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। একজন যোগ করলেন,’আপনাকে রানওয়েতে থাকতে হবে’।

