Birbhum News: বাইক কিনতে কয়েন ভর্তিব্যাগ!
বীরভূমের এক মোটরবাইক শোরুমে ব্যাগ ভর্তি ১০ টাকার কয়েন নিয়ে গিয়ে লক্ষাধিক টাকার বাইক কিনলেন এক ব্যাক্তি ,সেই কর্মকান্ড দেখেই কার্যত ভিরমি খেলেন শোরুম মালিক থেকে কর্মীরা। যদিও পরে শোরুমের ৫ জন কর্মচারী মিলে প্রায় ২ ঘন্টা ধরে সেই টাকা গোনার পর অবশেষে ব্যক্তির হাতে তুলে দিলেন একটি মোটরবাইক।
বীরভূমের এক মোটরবাইক শোরুমে ব্যাগ ভর্তি ১০ টাকার কয়েন নিয়ে গিয়ে লক্ষাধিক টাকার বাইক কিনলেন এক ব্যাক্তি ,সেই কর্মকান্ড দেখেই কার্যত ভিরমি খেলেন শোরুম মালিক থেকে কর্মীরা। যদিও পরে শোরুমের ৫ জন কর্মচারী মিলে প্রায় ২ ঘন্টা ধরে সেই টাকা গোনার পর অবশেষে ব্যক্তির হাতে তুলে দিলেন একটি মোটরবাইক। উল্লেখ্য ভারতের তামিলনাড়ুতে ১০ টাকার কয়েন দিয়ে চারচাকা গাড়ি কিনে তাক লাগিয়েছিলেন এক যুবক , এবার বীরভূমের রামপুরহাট থানার চাকপাড়া গ্রামের এক লটারি বিক্রেতা দশ টাকার কয়েন জমিয়ে লক্ষাধিক টাকার মোটর বাইক কিনে অবাক করে দিলেন সবাইকে।
লটারি বিক্রেতা তাপস লেটের কথাই দীর্ঘদিন থেকেই তার ইচ্ছে ছিল কয়েন ভাঙিয়ে বড় কিছু কেনার তাই বাড়িতেই ১০ টাকার কয়েনগুলি জমাতে শুরু করেন তিনি। ধীরে ধীরে অগুনতি কয়েন জমে গেলে সেই ১০ টাকার কয়েন দিয়েই এরপর বাইক কেনার সিদ্ধান্ত নেন ওই ব্যক্তি। গতকাল বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ের জয় জগন্নাথ শোরুমে সেই মতো বস্তা ভর্তি করে ১০ টাকার কয়েন নিয়ে মোটর বাইক শো’রুমে হাজির হন তিনি৷ সঙ্গে ছিলেন এক আত্মীয়।
যদিও ওই ব্যক্তির এহনো কান্ড তে অবাক হয়ে যান শোরুমের মালিকসহ অন্যান্য কর্মীরা। ম্যানেজারের কথায়, যেহেতু কয়েনের সংখ্যা অগুনতি তা তাই গুনতে দীর্ঘক্ষণ সময় লেগে যাবে৷ সেই কারণেই প্রথমে তা নিতে দ্বিধা বোধ করি ,কিন্তু যেহেতু ১০ টাকার কয়েন বৈধ, তাই পরে সেগুলি নিয়ে সমস্ত প্রক্রিয়া শেষে ওই ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় নতুন গাড়ির চাবি। এদিকে নতুন গাড়ি পেয়ে স্বভাবতই রীতিমত উচ্ছ্বসিত ওই চাকপাড়া গ্রামের ওই লটারি বিক্রেতা ব্যাক্তি।