‘আমার কোনও দাদা নেই… প্রথম নাম শুনলাম’, ফের SIR-এর আজব খেলা
বিধাননগর পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রের ঘটনা। জানা গিয়েছে, অভিযুক্ত কিশোর রাজবংশী বিধাননগর পুরনিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য বিভাগের কর্মী। পাশাপাশি স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ নাগের খুব ঘনিষ্ঠ এবং তৃণমূল কর্মী হিসেবে এলাকার মানুষের কাছে পরিচিত তিনি।
রিয়া রাজবংশী বলেন, “আমার দাদার নাম লিটন রাজবংশী। আমি কোনও কিশোর রাজবংশীকে চিনি না। আমার আর কোনও দাদা নেই। আমি প্রথমবার নাম শুনলাম ওঁর। আমার একটাই দাদা।” মৃত দীনেশের স্ত্রী মিনা রাজবংশী বলেন, “আমি চিনি না। আমার ছেলের নাম লিটন রাজবংশী। আমার আর কোনও ছেলে নেই। ও আমার বরকে বাবা বানিয়েছে।”

