SIR in Bengal: ‘উদাসীন…’, আবাসনে ভোটকেন্দ্র নিয়ে সিইওকে কড়া চিঠি কমিশনের
West Bengal SIR: কোন কোন আবাসনে ভোটকেন্দ্র তৈরি করা যেতে পারে, সেই মর্মে পরামর্শ চেয়েছিল তাঁরা। কিন্তু তারপরও নেই কোনও তথ্য। ডিইওদের 'উদাসীন' বলে দাগিয়ে সতর্ক করল কমিশন। নতুন ভোটকেন্দ্র তৈরির বিষয়ে এখনও কেন জমা পড়ল না আবেদন? সেই নিয়েও জানতে চেয়েছে নির্বাচন কমিশন।
কলকাতা: বহুতলে ভোটকেন্দ্র তৈরি করতে চায় নির্বাচন কমিশন। কয়েক সপ্তাহ আগে সেই মর্মে ডিইওদের একটি নির্দেশিকাও পাঠিয়েছিল সিইও দফতর। কোন কোন আবাসনে ভোটকেন্দ্র তৈরি করা যেতে পারে, সেই মর্মে পরামর্শ চেয়েছিল তাঁরা। কিন্তু তারপরও নেই কোনও তথ্য। ডিইওদের ‘উদাসীন’ বলে দাগিয়ে সতর্ক করল কমিশন। নতুন ভোটকেন্দ্র তৈরির বিষয়ে এখনও কেন জমা পড়ল না আবেদন? সেই নিয়েও জানতে চেয়েছে নির্বাচন কমিশন।
এদিন বহুতলে ভোটকেন্দ্র নিয়ে রাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে কমিশন। তাতে তাঁরা প্রশ্ন করেছে, শুধু বাংলাতেই কেন কোনও তথ্য নেই? ডিইও-রা কি নির্দেশ মানছেন না? কমিশন স্পষ্ট জানিয়েছে, ‘প্রয়োজনীয় জায়গায় ভোটকেন্দ্র না হলে দায় ডিইওদের। এমনকি, আইন মেনে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ পর্যন্ত করা হতে পারে।’

