SIR in Bengal: একযোগে চারজনকে শোকজ কমিশনের! উত্তর দিতে হবে ৪৮ ঘণ্টার মধ্যে
West Bengal SIR: ওই বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও সোমা সেনের রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি রামনগর ২ নং পঞ্চায়েতের তৃণমূল সদস্যা। কিন্তু একজন পঞ্চায়েত সদস্য কীভাবে বিএলও-তে পরিণত হলেন? আপাতত তাঁকে সরিয়ে দিয়েছে কমিশন।
কমিশনের নজরে এক সঙ্গে চারজন। গেল শোকজ চিঠি। বারুইপুর পূর্বের ৯৪ নং বুথের দু’জন বিএলও, ইআরও এবং এইআরও-কে শোকজ করেছে নির্বাচন কমিশন। ৪৮ ঘণ্টার মধ্য়ে এই চার জনের থেকে জবাব চেয়েছে নির্বাচন কমিশন। কিন্তু কেন?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও সোমা সেনের রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি রামনগর ২ নং পঞ্চায়েতের তৃণমূল সদস্যা। কিন্তু একজন পঞ্চায়েত সদস্য কীভাবে বিএলও-তে পরিণত হলেন? আপাতত তাঁকে সরিয়ে দিয়েছে কমিশন। অন্যদিকে সোমা সেনের দাবি, তিনি তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষদের কাজে যোগদানের আগে থেকেই রাজনৈতিক পরিচয় সম্পর্কে অবগত রেখেছিলেন।

