Nadia Accident News: মাছের গাড়ি যাচ্ছিল বাজারে…
মাছের গাড়ির সাথে 16 চাকা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত দুই। ঘটনাস্থলেই মারা যায় এক খালাসী।। ঘটনাটি ঘটে কৃষ্ণনগর ৩৪ নম্বর জাতীয় সড়কে গতকাল মধ্যরাত্রে। মৃত ব্যক্তির নাম ছোটু মন্ডল। বয়স আনুমানিক ২৮ বছর। এই ঘটনায় আহত হয় আরো দুজন।তারা হলে ড্রাইভার নুরুদ্দিন মোল্লা এবং ইমরান মন্ডল।
মাছের গাড়ির সাথে 16 চাকা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত দুই। ঘটনাস্থলেই মারা যায় এক খালাসী।। ঘটনাটি ঘটে কৃষ্ণনগর ৩৪ নম্বর জাতীয় সড়কে গতকাল মধ্যরাত্রে। মৃত ব্যক্তির নাম ছোটু মন্ডল। বয়স আনুমানিক ২৮ বছর। এই ঘটনায় আহত হয় আরো দুজন।তারা হলে ড্রাইভার নুরুদ্দিন মোল্লা এবং ইমরান মন্ডল। তাদের বাড়ি দুর্গা বাটি পোস্ট কচুয়া থানা মাটিয়া জেলা উত্তর ২৪ পরগনা।।
তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় শক্তিনগর জেলা হসপিটালে সেখানে আশঙ্কাজনক অবস্থায় তারা চিকিৎসাধীন। সূত্রে জানা যায় যে, হাড়োয়া থেকে মাছ বোঝাই করে নিয়ে যাচ্ছিল মুর্শিদাবাদে। কৃষ্ণনগর ৩৪ নম্বর জাতীয় সড়কের সামনে থেকে একটি ১৬ চাকার ট্রাক এসে মুখোমুখি ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। তাদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করেছে পুলিশ।