Dakshineswar News: ২০ ঘণ্টা অতিক্রান্ত, এখনও নিখোঁজ ছাত্র
টানা ২০ ঘণ্টা অতিক্রান্ত।মামাবাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল স্কুল ছাত্র আকাশ শাসমল(১৫)।রোজকার মত সোমবার সকাল ১০ টায় মামা বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে যায় আকাশ।তারপর থেকে আকাশের আর কোনো খোঁজ খবর পায়নি তার পরিবারের লোকজন। দক্ষিণেশ্বর হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র আকাশ শাসমল।
টানা ২০ ঘণ্টা অতিক্রান্ত।মামাবাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল স্কুল ছাত্র আকাশ শাসমল(১৫)।রোজকার মত সোমবার সকাল ১০ টায় মামা বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে যায় আকাশ।তারপর থেকে আকাশের আর কোনো খোঁজ খবর পায়নি তার পরিবারের লোকজন। দক্ষিণেশ্বর হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র আকাশ শাসমল।
দক্ষিণেশ্বর রেলস্টেশনের সামনে সাইকেল গ্যারেজে আকাশের সাইকেলও পাওয়া গিয়েছে।কিন্তু আকাশকে খোঁজ করে পাওয়া যায়নি। আকাশের রহস্যজনক নিখোঁজের ডায়রি করেছে দক্ষিণেশ্বর থানায় তার পরিবারের লোকজন। স্কুল ছাত্রের রহস্যজনক নিখোঁজকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণেশ্বর নিমতলা এলাকায়। স্কুল ছাত্র আকাশ শাসমলের নিখোঁজ এর ঘটনায় চরম উৎকন্ঠা ও কান্নায় ভেঙে পড়েছে তার পরিবারের লোকজন।এলাকায় খুব ভালো ছেলে হিসেবে পরিচিত আকাশ শাসমল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ….।