Dankuni Fire News: ভয়াবহ আগুন
ফের ডানকুনিতে কার্টুনের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২ ইঞ্জিন। এদিন কাক ভোরে ডানকুনির মোল্লাবেড়ে দিল্লি রোডের পাশে একটি কার্টুনের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ডানকুনি থেকে দমকলের 1টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়। পরে শ্রীরামপুর থেকে আরও একটি ইঞ্জিন এসে প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফের ডানকুনিতে কার্টুনের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২ ইঞ্জিন। এদিন কাক ভোরে ডানকুনির মোল্লাবেড়ে দিল্লি রোডের পাশে একটি কার্টুনের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ডানকুনি থেকে দমকলের 1টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়। পরে শ্রীরামপুর থেকে আরও একটি ইঞ্জিন এসে প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ডানকুনি ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত আধিকারিক এম রহমান জানান, ভোর 4টে নাগাদ ফায়ার কল পেয়ে তারা আসেন। মূলত এই গোডাউনে বিপুল পরিমাণ কার্টুন মজুত ছিল। তাই আগুন দ্রুত ছড়িয়ে পরে। পাশপাশি গোডাউনের অগ্নিনির্বাপন ব্যবস্থাও ঠিক নেই বলে দাবি ফায়ার আধিকারিকের। তবে কি কারণে আগুন এখনও স্পষ্ট নয়। তদন্তে ডানকুনি থানার পুলিশ ও ফায়ার ব্রিগেড। ঘটনায় হতাহতের খবর নেই।
Latest Videos