Nadia Accident News: টোটোয় যাচ্ছিল চিকিৎসা করাতে, তারপর…

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 03, 2023 | 6:18 PM

সূত্রের খবর, কালিগঞ্জ থানা দোলিপুর এলাকার বাসিন্দার ছ বছরের সজিত শেখ।।সে তার বাবা ও মা না থাকায় কারণে নাকাশিপাড়া এলাকার বাসিন্দার আজিজ শেখ সম্পর্কে তার দাদুর কাছেই থাকতো ওই ছয় বছরের বালক।কয়েক দিন ধরে জ্বরে সে আক্রান্ত। তাই একটি টোটো করে নাতিকে সঙ্গে নিয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে যান দাদু।

সূত্রের খবর, কালিগঞ্জ থানা দোলিপুর এলাকার বাসিন্দার ছ বছরের সজিত শেখ।।সে তার বাবা ও মা না থাকায় কারণে নাকাশিপাড়া এলাকার বাসিন্দার আজিজ শেখ সম্পর্কে তার দাদুর কাছেই থাকতো ওই ছয় বছরের বালক।কয়েক দিন ধরে জ্বরে সে আক্রান্ত। তাই একটি টোটো করে নাতিকে সঙ্গে নিয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে যান দাদু।

চিকিৎসক না থাকায় বাড়ি ফিরে আসছিল তারা। ফেরার পথে পিছন দিক থেকে একটি গাড়ির ধাক্কায় তাদের টোটো টি উল্টে যায়। টোটো তলায় চাপা পড়ে ওই বালক। তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় শক্তিনগর জেল হাসপাতালে। সেখানে চিকিৎসকরা মৃত বলে জানায়। এরপর মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া প্রস্তুতি নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তখনই উপস্থিত থাকা এলাকার মানুষ ওই বালকের ময়নাতদন্ত করা যাবে না বলে হাসপাতাল থেকে জোরপূর্বক মৃতদেহ নিয়ে চলে যায় তারা। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য। ঘটনার পর হাসপাতালের প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েই উঠছে প্রশ্ন?