Viral Video: কোলের ছানাকে সুইমিং পুলে ছুঁড়ে ফেললেন মহিলা, তারপর...

Viral Video: কোলের ছানাকে সুইমিং পুলে ছুঁড়ে ফেললেন মহিলা, তারপর…

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Feb 11, 2023 | 4:12 PM

কোলের ছানাকে সুইমিং পুলের জলে ছুঁড়ে ফেলে দিলেন এই মহিলা। নীল সুইম স্যুটের মহিলা লাফিয়ে নামলেন পুলের জলে।জলের গভীরে তলিয়ে গেল শিশুটি। তবে কি ও ডুবে গেল?

কোলের ছানাকে সুইমিং পুলের জলে ছুঁড়ে ফেলে দিলেন এই মহিলা। নীল সুইম স্যুটের মহিলা লাফিয়ে নামলেন পুলের জলে।জলের গভীরে তলিয়ে গেল শিশুটি। তবে কি ও ডুবে গেল? তিন চার সেকেন্ড পরে নিজে থেকেই ভেসে উঠে চিৎ সাঁতার দিল শিশু। তখন তাকে আদর করে কোলে তুলে নিলেন ওই মহিলা। ওই মহিলা আসলে একজন সাঁতার প্রশিক্ষক। শিশুটিকে তিনি শেখাচ্ছেন, কীভাবে সাঁতার কাটতে হয়। শিশুদের মধ্যে সাঁতার কাটার সহজাত প্রবৃত্তি থাকে। এই ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল।