প্রেমের কোনও বয়স হয় না। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, এক বয়স্ক ব্যক্তি, কম বয়সী একটি মেয়েকে বিয়ে করছেন। ভিডিয়োতে দুজনকেই খুব হাসিখুশি দেখা গিয়েছে। ভিডিয়োটা শুরু হতেই দেখা গেল, এক ফ্রেমে রয়েছেন ওই তরুণী এবং বয়স্ক ব্যক্তি। দুজনে ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তোলার জন্য পোজ় দিচ্ছেন। আর দুজনের গলাতেই রয়েছে ফুলের মালা। তাঁরা দুজনে কিছু বলছেন।কিন্তু তাঁরা কী বলছিলেন, তা এই ভিডিয়োতে ধরা পড়েনি। তারপরই দেখা গেল, ওই বয়স্ক ব্যক্তি ও তরুণী মালাবদল করছেন। বয়স্ক মানুষটির থেকে ওই তরুণীকে যেন মালাবদলের সময় আরও বেশি হাসিখুশি দেখিয়েছে। টুইটারে ৮৯.৭০০৪৩০১৬ নামক একটি প্রোফাইল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে খালি কয়েকটি স্মাইলি দেওয়া হয়েছে। প্রচুর মানুষ এই ভিডিয়োতে কমেন্ট করেছেন।লাইকও করেছেন অনেকে। এই প্রতিবেদন রচনা করার সময় ভিডিয়োর ভিউ প্রায় ৩৮ হাজারের কাছাকাছি।কটাক্ষ করেছেন বহু মানুষ। বয়স্ক মানুষটাকে তীব্র ভর্ৎসনা করেছেন অনেকে। একজন মন্তব্য করেছেন, ‘একেই বলেই টাকার শক্তি’।যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।