Viral Video: পাঁপড় নাকি পরোটা? বোঝা মুশকিল
সোশ্য়াল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি পরোটাকে দেখলে পাপড় ভাজা বলে ভুল হতে পারে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি মেয়ে হোস্টেলে খাবার খেতে এসেছে। কিন্তু হাতে পরোটা নিতেই সে অবাক!
সোশ্য়াল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি পরোটাকে দেখলে পাপড় ভাজা বলে ভুল হতে পারে।ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি মেয়ে হোস্টেলে খাবার খেতে এসেছে। কিন্তু হাতে পরোটা নিতেই সে অবাক। সেই পরোটা এতই শক্ত যে, তা ছেঁড়া তো দূরের কথা, ভাঙাও যাচ্ছে না। এমনকি পরোটাটি টেবিলে ধাক্কা দিয়ে ভাঙ্গার চেষ্টা করেও তা ভাঙছে না। এ যেন সত্যিই লোহা। এই ভিডিয়োটি @thecontentedge নামে একটি আইডি দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা আছে, ‘হোস্টেল কা খানা’। মাত্র ১১সেকেন্ডের এই ভিডিয়োটি এখনও পর্যন্ত ৩০ হাজারেরও বেশি ভিউ হয়েছে। ৭০০-রও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। অনেকে কমেন্টও করেছেন। কেউ বলেছেন, ‘এই পরোটা কি গত রাতের নাকি দুদিন আগের?’। এর উত্তরে মেয়েটি বলেছে, ‘এটা তো সকালের নাস্তা, এক ঘণ্টা আগে তৈরি করা হয়েছে’। আরেক ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘এই পরোটা আগে দুই দিন জলে ভিজিয়ে রাখুন, তারপর খাবেন’।