Viral Video: একসঙ্গে দু-দু’টো সাইকেল চালাচ্ছেন একজন ব্যক্তিই, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Mar 27, 2023 | 2:30 PM

ভিডিয়োয় দেখা গিয়েছে,গ্রামের রাস্তায় এক ব্যক্তি একই সঙ্গে দুটো সাইকেল চালাচ্ছেন। রাস্তায় যাতায়াত করছিলেন যে সব মানুষজন,তাঁরাও এই সাইকেল আরোহীর কাণ্ড দেখে অবাক হয়ে গিয়েছেন

কখনও একটা মানুষকে দুটো সাইকেল চালাতে দেখেছেন? দুটো সাইকেল যদি একটা মানুষ চালান,তাহলে ব্যালেন্সের খেলাটা তিনি কীরকম রপ্ত করেছেন,একবার ভেবে দেখুন তো!। একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে it_z_anil_38 নামক একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। একটি গাড়ি থেকে ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে,গ্রামের রাস্তায় এক ব্যক্তি একই সঙ্গে দুটো সাইকেল চালাচ্ছেন। রাস্তায় যাতায়াত করছিলেন যে সব মানুষজন,তাঁরাও এই সাইকেল আরোহীর কাণ্ড দেখে অবাক হয়ে গিয়েছেন। সাইকেল নিয়েও যে এমনতর স্টান্ট দেখানো যায়,তা হাঁ হয়ে দেখছিলেন লোকজন। ভিডিয়োটি এতটাই ভাইরাল হয়েছে যে,তার ভিউ ১৫ লাখ ছাপিয়ে গিয়েছে। কীভাবে যে ওই ব্যক্তি দুটি সাইকেল নিয়ে ব্যালেন্সিং অ্যাক্ট করছিলেন,তা ছিল সত্যিই দেখার মতো। দুটি সাইকেল চালাতে ওই আরোহী ব্যবহার করছিলেন উভয় হাত ও পা। বাঁ হাত ও বাঁ পা দিয়ে যদি একটা সাইকেল সামলাচ্ছিলেন তো আর একটি সাইকেল সামলাচ্ছিলেন ডান হাত ও পা দিয়ে। কখনও আবার দুটি সাইকেলকেই ভূমির দিকে কাত করে স্টান্টও দেখাচ্ছিলেন ওই আরোহী। ওই সাইকেল আরোহীর এমনতর সাহসিকতার প্রশংসা করেছেন নেটপাড়ার মানুষজন। কেউ আবার বলেছেন,নিশ্চয়ই লোকটার দুটো সাইকেল একসঙ্গে চালানোর অভ্যাস রয়েছে।