AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২৪-এ ভোট দিয়েছেন, ২৫-এ ভোটার তালিকায় নাম ডিলিট, ফর্ম না পেয়ে চিন্তায় বাঁকুড়ার মল্লিকা

২৪-এ ভোট দিয়েছেন, ২৫-এ ভোটার তালিকায় নাম ডিলিট, ফর্ম না পেয়ে চিন্তায় বাঁকুড়ার মল্লিকা

Hirak Mukherjee

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Nov 29, 2025 | 3:03 PM

Share

২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন। কিন্তু, বাড়ির সকলে এনুমারেশন ফর্ম পেলেও তিনি পাননি। তার কারণ খুঁজতে গিয়েই চমকে গেলেন বাঁকুড়ার ছাতনা চিনাবাড়ি গ্রামের মল্লিকা রক্ষিত। ২০২৫ সালের ভোটার তালিকায় তাঁর নামের পাশে ডিলিটেড স্ট্যাম্প রয়েছে। ডিলিটেড স্ট্যাম্প থাকা মানে সংশ্লিষ্ট ভোটারের মৃত্যু হয়েছে কিংবা তিনি স্থানান্তরিত হয়েছেন। এই নিয়ে যথেষ্ট চিন্তায় পড়েছেন মল্লিকা রক্ষিত। ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে মল্লিকা রক্ষিত এবং তাঁর স্বামী নিতাই রক্ষিতের। কিন্তু, এখন মল্লিকা এনুমারেশন ফর্ম না পাওয়ায় পরিবারের লোকেরাও চিন্তায়। এই ঘটনার জন্য পূর্বতন বিএলও-কেই কাঠগড়ায় তুলেছেন ওই দম্পতি। বিষয়টি নিয়ে কমিশনের ঘাড়ে দোষ চাপিয়েছে তৃণমূল। আর বিজেপি স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন। কিন্তু, বাড়ির সকলে এনুমারেশন ফর্ম পেলেও তিনি পাননি। তার কারণ খুঁজতে গিয়েই চমকে গেলেন বাঁকুড়ার ছাতনা চিনাবাড়ি গ্রামের মল্লিকা রক্ষিত। ২০২৫ সালের ভোটার তালিকায় তাঁর নামের পাশে ডিলিটেড স্ট্যাম্প রয়েছে। ডিলিটেড স্ট্যাম্প থাকা মানে সংশ্লিষ্ট ভোটারের মৃত্যু হয়েছে কিংবা তিনি স্থানান্তরিত হয়েছেন। এই নিয়ে যথেষ্ট চিন্তায় পড়েছেন মল্লিকা রক্ষিত।

২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে মল্লিকা রক্ষিত এবং তাঁর স্বামী নিতাই রক্ষিতের। কিন্তু, এখন মল্লিকা এনুমারেশন ফর্ম না পাওয়ায় পরিবারের লোকেরাও চিন্তায়। এই ঘটনার জন্য পূর্বতন বিএলও-কেই কাঠগড়ায় তুলেছেন ওই দম্পতি। বিষয়টি নিয়ে কমিশনের ঘাড়ে দোষ চাপিয়েছে তৃণমূল। আর বিজেপি স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে।