Viral Marriage Video: বরকে জড়িয়ে ধরল এক মহিলা
বর্তমানে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে,বর-কনে বিয়ের মঞ্চে দাঁড়িয়ে আছেন। বোরখা পরা এক মহিলা প্রবেশ করলেন। তারপর মঞ্চে উঠে গিয়ে, জড়িয়ে ধরল বরকে।
বর্তমানে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে,বর-কনে বিয়ের মঞ্চে দাঁড়িয়ে আছেন। একের পর এক মানুষ মঞ্চে আসছেন তাদের অভিনন্দন জানাতে। বোরখা পরা এক মহিলা প্রবেশ করলেন। তারপর মঞ্চে উঠে গিয়ে, জড়িয়ে ধরল বরকে। তা দেখে সেখানে উপস্থিত স্বজন ও অতিথিরা হতবাক হয়ে গেলেন। এদিকে কনের প্রতিক্রিয়াও দেখার মতো হয়েছে। বরও বুঝে উঠতে পারছেন না যে,ঠিক কী হচ্ছে। মুখ থেকে বোরখাটা সরাতেই বর দেখেন,তার পুরুষ বন্ধুই বোরখা পরে সেখানে উপস্থিত। এই কাণ্ড দেখে সবাই হেসে উঠলেন। ভাইরাল হওয়া ১ মিনিটের এই ভিডিয়োটি সোশ্য়াল মিডিয়ায় অধিকাংশ নেটিজেনের নজর কেড়েছে। ক্লিপটি এখনও পর্যন্ত প্রায় ৪০ হাজার ভিউ হয়েছে এবং শতাধিক মানুষ এটি লাইক করেছেন।