AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura Suicide News: রোহিতদের হার,শোকে আত্মহত্যা!

Bankura Suicide News: রোহিতদের হার,শোকে আত্মহত্যা!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 20, 2023 | 7:41 PM

Share

Bankura Suicide News: বিশ্বকাপে দেশের হার মেনে নিতে পারেননি আপাদমস্তক ক্রিকেটভক্ত বাঁকুড়ার বেলিয়াতোড়ের বছর তেইশের যুবক রাহুল লোহার। মানসিক অবসাদে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই যুবক। পরিবারের দাবী বিশ্বকাপে ভারতের হারের কারনেই মানসিক অবসাদে এই আত্মহত্যা।

বিশ্বকাপে দেশের হার মেনে নিতে পারেননি আপাদমস্তক ক্রিকেটভক্ত বাঁকুড়ার বেলিয়াতোড়ের বছর তেইশের যুবক রাহুল লোহার। মানসিক অবসাদে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই যুবক। পরিবারের দাবী বিশ্বকাপে ভারতের হারের কারনেই মানসিক অবসাদে এই আত্মহত্যা।

বাঁকুড়ার বেলিয়াতোড়ের রাহুল লোহার আপাদমস্তক ক্রিকেটপ্রেমী। সারা দেশের পাশাপাশি তাঁরও আশা ছিল দেশ এবার বিশ্বকাপ জিতবে। পেশায় শাড়ির দোকানের কর্মচারী রাহুল একবুক আশা নিয়ে গতকাল কাজে না গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে বেলিয়াতোড় সিনেমা হলের সামনে প্রোজেক্টারে খেলা দেখতে বসেছিল। খেলা শেষ হওয়ার পর স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে রাহুল বাড়ি ফিরে যায় বলে জানিয়েছেন আত্মীয়রা।

এরপরই মানসিক অবসাদে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রাহুল। রাত এগারোটা নাগাদ রাহুলের ভাই বাড়িতে ফিরে দাদার ঝুলন্ত দেহ দেখতে পান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বেলিয়াতোড় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বেলিয়াতোড় থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়। খেলায় দেশের হারের কারনে মানসিক অবসাদে এই আত্মহত্যা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারন খতিয়ে দেখছে পুলিশ।