Jagaddal News: চলন্ত লঞ্চ থেকে হঠাৎ ঝাঁপ!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 28, 2023 | 4:57 PM

জগদ্দল ঘাট থেকে চন্দননগর চলন্ত লঞ্চ থেকে গংগায় ঝাপ দিয়ে নিখোঁজ যুবক। গতকাল রাতে চন্দননগর থেকে ফেরার সময় আচমকা মাজ গঙ্গায় ঝাঁপ দেয় ভাটপাড়া থানার অন্তর্গত সুগিয়া পাড়ার বাসিন্দা প্রমোদ চৌধুরী নামে এক যুবক, বয়স ১৯ বছর।

জগদ্দল ঘাট থেকে চন্দননগর চলন্ত লঞ্চ থেকে গংগায় ঝাপ দিয়ে নিখোঁজ যুবক। গতকাল রাতে চন্দননগর থেকে ফেরার সময় আচমকা মাজ গঙ্গায় ঝাঁপ দেয় ভাটপাড়া থানার অন্তর্গত সুগিয়া পাড়ার বাসিন্দা প্রমোদ চৌধুরী নামে এক যুবক, বয়স ১৯ বছর। পরিবারের দাবি গতকাল রাতে পুলিশ গঙ্গায় তল্লাশি চালায় কিন্তু আজ সকালে থেকে এখনো পর্যন্ত কোনো পুলিশ এর দেখা পাওয়া যায়নি। এমন কি অভিযোগ করছে যে লঞ্চে করে প্রমোদ চৌধুরী ফিরছিল সেই লঞ্চের তরফ থেকেও কোনো সাহায্য করেনি।প্রনয় ঘটিত ব্যাপারে আত্মহত্যা করলো কিনা তার তদন্ত করছে পুলিশ। তবে ডুবুরি নামিয়ে ওই যুবকের দেব উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে জগদ্দল থানার পুলিশ।