১৪ বছরের আরাধ্যার বিদেশের সম্পত্তি কত জানেন?
পরিবারের অন্দপমহলের সমীকরণ ঠিক কেমন, তা জানতে যেন মরিয়া সকলেই। তালিকা থেকে বাদ পড়ে না আরাধ্যা বচ্চনও। অন্যতম চর্চিত স্টারকিড। দেখতে দেখতে বয়স হল ১৪। শুভেচ্ছাবার্তায় ভরে উঠছে সোশ্যাল মিডিয়া।
বলিউডের জনপ্রিয় জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন মানেই অনুরাগীদের মনে ভিন্ন এক উত্তেজনা। তাঁদের ব্যক্তিজীবন থেকে সিনেপাড়ায় সংযোগ, সব বিষয়ই রাতারাতি চর্চার কেন্দ্রে জায়গা করে নেয়। বচ্চন পরিবার, বরাবরই অনুরাগীদের কৌতূহলের বিষয়। পরিবারের অন্দরমহলের সমীকরণ ঠিক কেমন, তা জানতে যেন মরিয়া সকলেই। তালিকা থেকে বাদ পড়ে না আরাধ্যা বচ্চনও। অন্যতম চর্চিত স্টারকিড। দেখতে দেখতে বয়স হল ১৪। শুভেচ্ছাবার্তায় ভরে উঠছে সোশ্যাল মিডিয়া।
পরিবার সূত্রে ইতিমধ্যেই বহু টাকার মালিক সে। তবে জানেন কি? দুবাইয়ে মেয়ের নামে একটি বিলাসবহুল ভিলা কিনেছেন এই তারকা দম্পতি? আরাধ্যার ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই বিনিয়োগ করেছেন তাঁরা বলেই বলিউড সূত্রে খবর।

