Abhishek Banerjee: আজ CEO দফতরে যাচ্ছেন না অভিষেক, কেন?

| Edited By: জয়দীপ দাস

Jan 25, 2026 | 9:22 AM

SIR in Bengal: সূত্রের খবর, আপাতত দলের তরফে সেই কর্মসূচি স্থগিত করে দেওয়া হয়েছে। সিইও রবিবার না থাকাতেই এই সিদ্ধান্ত বলে তৃণমূল সূত্রে খবর। অন্যদিকে এদিনই আবার ভোটার দিবসে ভোটাধিকার রক্ষার দাবিতে পথে নামছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ব্লকে ব্লকে দুটি করে মিছিল করার নির্দেশ এসেছে উপরমহল থেকে।

কলকাতা: আজ সিইও দফতরে যাচ্ছেন না তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সিইও মনোজ আগারওয়ালের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল তৃণমূল। ১০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে যেতে চেয়েছিলেন অভিষেক। কিন্তু সূত্রের খবর, আপাতত দলের তরফে সেই কর্মসূচি স্থগিত করে দেওয়া হয়েছে। সিইও রবিবার না থাকাতেই এই সিদ্ধান্ত বলে তৃণমূল সূত্রে খবর। অন্যদিকে এদিনই আবার ভোটার দিবসে ভোটাধিকার রক্ষার দাবিতে পথে নামছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ব্লকে ব্লকে দুটি করে মিছিল করার নির্দেশ এসেছে উপরমহল থেকে।