Pakistan Crisis: তীব্র খাদ্য সংকটের মাঝেই সিন্ধ প্রদেশে প্রায় ৪০,০০০ টন গম চুরি!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Mar 16, 2023 | 5:31 PM

সিন্ধ প্রদেশে ধরা পড়ল প্রায় ৪০,০০০ টন গম চুরির ঘটনা!যার বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। চুরির দায়ে অন্তত ৬৭ জন পদস্থ সরকারি কর্তাকে বরখাস্ত করা হয়েছে । ১০ জেলার সরকারি গুদামগুলি থেকে মোট ৪০,৩৯২ টন গম চুরি গিয়েছে

মারাত্মক খাদ্য সংকটের সম্মুখীন পাকিস্তান। সিন্ধ প্রদেশে ধরা পড়ল প্রায় ৪০,০০০ টন গম চুরির ঘটনা!যার বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। চুরির দায়ে অন্তত ৬৭ জন পদস্থ সরকারি কর্তাকে বরখাস্ত করা হয়েছে । ১০ জেলার সরকারি গুদামগুলি থেকে মোট ৪০,৩৯২ টন গম চুরি গিয়েছে। এই চুরি হয়েছে খাদ্য দফতরের কর্মীদের যোগসাজশে। ৬৭ জন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার মধ্যে ৪৯ জন খাদ্য তত্ত্বাবধায়ক এবং ১৮ জন খাদ্য পরিদর্শক ছিলেন। গমের চাহিদা ও জোগানের মধ্যে ব্যাপক ফারাক। পাকিস্তানের বিভিন্ন বাজারে প্রায় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। খাইবার পাখতুনখোয়া,সিন্ধ এবং বেলুচিস্তান প্রদেশে বেশ কিছু ঘটনার খবর এসেছে। বর্তমানে,রাশিয়া-সহ বিভিন্ন দেশ থেকে গম আমদানি করতে বাধ্য হয়েছে পাকিস্তান। পাকিস্তান এখন চরম অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি। ৬৫০ বিলিয়ন ডলারের ঋণ প্রকল্প ফের চালু করার অনুরোধ জানিয়েছে। সবকিছু ঠিক থাকলে পাকিস্তান আইএমএফ থেকে ১১০ বিলিয়ন ডলার সাহায্য পাবে।