Rudranil Ghosh Wedding: কবে বিয়ে রুদ্রনীলের? প্রশ্ন করতেই বললেন…
Tollywood News: ২০২৪ সালের নির্বাচন নিয়ে ভয়ানক ব্যস্ত রুদ্রনীল ঘোষ। তবে প্রিয় বন্ধু পরমব্রতর বিয়ের পর নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন তিনি। বলেছেন, "প্রায় ১০ বছর ধরে বিয়ে করব বলে ঠিক করেছি। হচ্ছে না কিছুতেই। অনেক হয়েছে। তাই ঠিক করেছি ২০২৪-এই বিয়ে করব। ভদ্রলোকের এককথা। লোক খাওয়ানোর বাজেটও জড়ো করতে হবে। পরমের বাজেটটা ছিল মনে হয়।"
বিয়ে করছেন সৌরভ-দর্শনা
টলিপাড়ায় বিয়ের মরসুম। পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর পর এবার বিয়ের পিঁড়িতে সৌরভ দাস ও দর্শনা বণিক। ডিসেম্বরের পনেরো তারিখে শুভ দৃষ্টির মাধ্যমে নতুন জীবন শুরু করবেন তাঁরা। পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে বসবে বিয়ের আসর।
পরম-পিয়ার বিয়ের মেন্যু
যোধপুর পার্কের বাড়িতে বিয়ের ছিমছাম আসর বসিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। সন্ধ্যায় ভবানীপুরের টাউনসেন্ড রোডে যে ছোট্ট রিসেপশনের আয়োজন করা হয়েছিল তাতে ছিল না আড়ম্বর। মেন্যুতে ছিল ভরপুর বাঙালিয়ানা। কড়াইশুঁটির কচুরি, আলুরদম, ফুলকপির রোস্ট, ফ্রিশফ্রাই, মাটন ডাকবাংলো, পোলাও এবং নকুড়ের সন্দেশে জমে গিয়েছিল খাওয়াদাওয়া।
পিয়ার অস্ত্রোপচার
অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ের রাত পেরোতে না-পেরোতেই হাসপাতালের পথে পিয়া। ঠিক কী হয়েছে তাঁর? TV9 বাংলাকে এক ঘনিষ্ঠ সূত্র আগেই জানিয়েছিল, কিডনিতে পাথর হয়েছে পরমের নববধূর। বিয়ের অনুষ্ঠান মিটতেই অস্ত্রোপচার করাতে হাসপাতালে ছুটেছেন পিয়া। মঙ্গলবার রাতেই দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে হতে পারে তাঁর অস্ত্রোপচার।
কবে বিয়ে রুদ্রনীলের?
২০২৪ সালের নির্বাচন নিয়ে ভয়ানক ব্যস্ত রুদ্রনীল ঘোষ। তবে প্রিয় বন্ধু পরমব্রতর বিয়ের পর নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন তিনি। বলেছেন, “প্রায় ১০ বছর ধরে বিয়ে করব বলে ঠিক করেছি। হচ্ছে না কিছুতেই। অনেক হয়েছে। তাই ঠিক করেছি ২০২৪-এই বিয়ে করব। ভদ্রলোকের এককথা। লোক খাওয়ানোর বাজেটও জড়ো করতে হবে। পরমের বাজেটটা ছিল মনে হয়।”
স্বর্ণদীপ্ত-অর্পিতার বিয়ে
বিয়ে করলেন ছোট পর্দার অভিনেতা জুটি স্বর্ণদীপ্ত ঘোষ এবং অর্পিতা মণ্ডল। ২৭ নভেম্বর চার হাত এক হল বাগুইআটিতে। সেই বিয়েতে উপস্থিত ছিলেন অপরাজিতা আঢ্যও। ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ সিরিয়ালে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করতেন এই তারকা জুটি। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর সাত পাকে ঘুরলেন তাঁরা।
কী বললেন ভিকি
তোয়ালে পরে অ্যাকশন দৃশ্যে স্ত্রী ক্যাটরিনা কইফ। কেমন লেগেছিল ভিকি কৌশলের? প্রশ্ন করতেই অভিনেতা মজা করে বললেন, অ্যাকশন দৃশ্য দেখা মাত্রই স্থির করেছিলেন, ওর সঙ্গে আর বচসা করব না। কারণ আমি চাই না ও আমায় তোয়ালে পরে এভাবে মারুক।
ডিপফেকে আলিয়া ভাট
রশ্মিকা মন্দানা, কাজল, ক্যাটরিনা কইফের পর এবার ডিপফেকের শিকার হলেন অভিনেত্রী আলিয়া ভাট। ভাইরাল হল তাঁর একটি ভুয়ো ভিডিয়ো। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গেলেন অভিনেত্রী।
সরব রশ্মিকা
ডিপফেক নিয়ে আবারও সরব হলেন রশ্মিকা মন্দানা। আলিয়া ভাট এবার এর শিকার হতেই রশ্মিকা সকলের উদ্দেশে আর্জি জানালেন, এই বিষয় চুপ না থেকে মুখ খুলুন। সকলেই আপনার পাশে দাঁড়াবেন। আমরা খুব ভাল দেশে বসবাস করি।
বড় ক্ষতি হয় দীপিকার
২০২০ সাল। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মুখোশধারীদের তাণ্ডবের ঘটনায় যখন সারা দেশ উত্তাল হয়ে উঠেছিল, ঠিক সেই সময়েই ছাত্র-ছাত্রীদের পাশে থাকার বার্তা নিয়ে সবাইকে চমকে দিয়ে ক্যাম্পাসে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। কালো পোশাকে দীপিকার যাওয়া, চোখ জলে ভরে ওঠা, স্লোগানে গলা মেলানো নিয়ে কম আলোচনা হয়নি সেই সময়। আর এই আলোচনার নেতিবাচক প্রভাবই পড়েছিল দীপিকার ছবি ‘ছপক’-এ। ছবির পরিচালক মেঘনা গুলজার সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন।