𝐀𝐲𝐞𝐬𝐡𝐚 𝐁𝐡𝐚𝐭𝐭𝐚𝐜𝐡𝐚𝐫𝐲𝐚: বাবা-মায়ের সঙ্গে দিঘা বেড়াতে গিয়ে বিপত্তি আয়েশা ভট্টাচার্যর
ধারাবাহিকের শুটিং চলছিল তাঁর। এরই মধ্যে ব্রেক পেয়ে বাবা-মায়ের সঙ্গে দিঘা বেড়াতে গিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আয়েশা আত্রেয়ী ভট্টাচার্য। কিন্তু দিঘায় গিয়েই পড়লেন মহাবিপদে। ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে তাঁর পায়ের আঙুল। আয়েশা জানিয়েছেন, জোয়ার এসেছিল সমুদ্রে। জলের তলায় যে পাথর রয়েছে, তা টের পাননি। আচমকাই পায়ে এসে লাগে তাঁর। এর পরেই এই অবস্থা। পা কেটে গিয়ে রক্তারক্তি।
মুম্বই ছাড়ছেন আমির?
বলিউড সেলেব আমির খান মুম্বই ছাড়ছেন? না, একেবারেই তেমনটা নয়। তবে টানা এক মাস এখন তিনি মুম্বইমুখো হবেন না। কারণ একটাই, দীর্ঘ শুট চলবে তাঁর দিল্লিতে। টানা ফেব্রুয়ারি মাস তিনি ব্যস্ত থাকবেন তাঁর আগামী প্রজেক্ট নিয়ে। সঙ্গে যোগ দিচ্ছেন বিক্রান্ত ম্যাসি, নাসিরুদ্দিন শাহ। মেয়ের বিয়ে দিয়েই কাজে যোগ দিলেন আমির।
ট্রোলের শিকার শাহরুখ
যবে থেকে ‘জওয়ান’ ছবির শাহরুখ খানের ডামি সামনে-সামনে এসেছেন তবে থেকেই বারবার কটাক্ষের শিকার কিং। তাঁকে সামনে দেখলেই একের পর এক নেটিজ়েনদের প্রশ্ন, ইনি ডামি না আসল? কেউ-কেউ প্রশ্ন করছেন মেকআপ না করালে ইনি মুখ দেখান না। এবার বিমানবন্দর থেকে কিং-এর ভিডিয়ো ভাইরাল হতেই মিলল না রেহাই। একই সুরে তোপ দাগল নেটপাড়া।
স্বস্তিতে রশ্মিকা
মাস খানের আগে অভিনেত্রী রশ্মিকা মন্দানার ডিপফেক ভিডিয়ো নিয়ে উত্তাল হয়েছিল সামাজিক মাধ্যম। ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪৬৯ ধারায় এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইন ৬৬সি ও ৬৬ই ধারায় মামলা দায়েরও করা হয়। অপরাধীকে খুঁজে বের করার জন্য তখন থেকেই জোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল দিল্লি পুলিশ। অবশেষে গ্রেফতার হয়েছে সেই অপরাধী, দিল্লি পুলিশ সূত্রে জানিয়েছে এমনটাই।
রামে মুগ্ধ কঙ্গনা
২২ জানুয়ারি অযোধ্যায় হবে রাম মন্দিরের। মন্দিরে অবস্থিত বিগ্রহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। শুদ্ধ হিন্দি ভাষায় রাম মন্দিরে অবস্থিত বালক রামের মূর্তির প্রশংসা করেছেন কঙ্গনা রানাওয়াত। তিনি লিখেছেন, “মন ভরে যাওয়ার মতো প্রতিমা রামের। এটা তো রামেরই কৃপা।”
বিয়ে নিয়ে মুখ খুললেন বিজয়
তাঁর এবং অভিনেত্রী রশ্মিকা মন্দানার বিয়ে নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। একটু গোঁসা করেছেন তিনি। তাঁদের ব্যক্তিজীবনে সকলের হস্তক্ষেপ দেখে চোটে বলেছেন, “সকলেই আমাদের বিয়ে দেওয়ার জন্য উঠে পরে লেগেছেন। আমি এই মুহূর্তে করছি না।”
ট্রোলের শিকার রাশমি
ট্রোলের শিকার হয়েছেন অভিনেত্রী রাশমি দেসাই। অত্যন্ত কুৎসিত ভাষায় তাঁকে আক্রমণ করেছেন নেটডজ়েনদের একটা বড় অংশ। ওজন বেড়ে গিয়েছে অভিনেত্রীর। তাঁকে ‘মোটা হাতি’, ‘গোলগাপ্পা’র সঙ্গে তুলনা করা হয়েছে। এতে চটেছেন অভিনেত্রীর অনুরাগীরা।
সানির AI অবতার
প্রথম AI অবতারে সানি লিওন। না, এটা কেবল তাঁর প্রথম AI অবতার নয়, বরং তিনি নিজেই ভারতের প্রথম সেলেব যিনি নিজের AI অবতার সামনে আনলেন। সানির কথায়, আমি মনে করি না AI অবতার আমাদের জন্য বিপদ। বরং এটা এমন সময়, যেখানে দাঁড়িয়ে আমাদের এগুলো নিয়ে প্রশ্ন করা উচিত, যাচাই করা উচিত, জানা উচিত।
সানার পরিচয়
টেনিস-তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর পাকিস্তানি প্রাক্তন ক্রিকেটার বিয়ে করেছেন পাকিস্তানি মডেল-অভিনেত্রী সানা জাভেদকে। সানার আগেও বিয়ে হয়েছিল। পাকিস্তানি গায়ক উমের জেসওয়ালকে ২০২০ সালে বিয়ে করেন তিনি। যদিও দু’মাস আগেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তিনি প্রেমে পড়েন শোয়েবের।
দুর্ঘটনার মুখে অভিনেত্রী
ধারাবাহিকের শুটিং চলছিল তাঁর। এরই মধ্যে ব্রেক পেয়ে বাবা-মায়ের সঙ্গে দিঘা বেড়াতে গিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আয়েশা আত্রেয়ী ভট্টাচার্য। কিন্তু দিঘায় গিয়েই পড়লেন মহাবিপদে। ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে তাঁর পায়ের আঙুল। আয়েশা জানিয়েছেন, জোয়ার এসেছিল সমুদ্রে। জলের তলায় যে পাথর রয়েছে, তা টের পাননি। আচমকাই পায়ে এসে লাগে তাঁর। এর পরেই এই অবস্থা। পা কেটে গিয়ে রক্তারক্তি।