AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raj-Subhashree: একেবারেই ছক ভাঙা নাম, যা হয়তো আপনি আগে শোনেননি!

Raj-Subhashree: একেবারেই ছক ভাঙা নাম, যা হয়তো আপনি আগে শোনেননি!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 30, 2023 | 11:00 PM

Share

Subhashree Ganguly 2nd Baby: একরত্তি মেয়ের একেবারেই এক ছকভাঙা নাম রাখলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সদ্যোজাতর নাম ইয়ালিনী। ইয়ালিনী আদপে মা সরস্বতীর আর এক নাম। এ ছাড়াও এর আরও এক অর্থ রয়েছে। ইয়ালিনী শব্দের অর্থ সংগীত সুর। মেয়ে চেয়েছিলেন শুভশ্রী। আগে থেকে যে নামও ভাবা হয়ে গিয়েছিল, এই নাম সে ইঙ্গিতই দিচ্ছে।

কন্যাসন্তানের জন্ম দিলেন শুভশ্রী
নভেম্বরের শেষ দিনে শহরের এক বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেতা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাবা হলেন রাজ চক্রবর্তী। আর ইউভান এবার থেকে বড় দাদা। হাসপাতাল সূত্রে খবর, মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন। শুভশ্রীর সন্তান হওয়ার খবর শেয়ার করে X হ্যান্ডেলে রাজ লিখেছেন, “আমাদের বাড়িতে এক ছোট্ট ভালবাসার আগমন হয়েছে। আমরা ভীষণ খুশি। আমাদের রাজকন্যার জন্য অনেক আশীর্বাদ চাই।”

মেয়ের কী নাম রাখলেন?
একরত্তি মেয়ের একেবারেই এক ছকভাঙা নাম রাখলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সদ্যোজাতর নাম ইয়ালিনী। ইয়ালিনী আদপে মা সরস্বতীর আর এক নাম। এ ছাড়াও এর আরও এক অর্থ রয়েছে। ইয়ালিনী শব্দের অর্থ সংগীত সুর। মেয়ে চেয়েছিলেন শুভশ্রী। আগে থেকে যে নামও ভাবা হয়ে গিয়েছিল, এই নাম সে ইঙ্গিতই দিচ্ছে।

সরব নন্দিনী
বিয়ের পর থেকেই এক শ্রেণির নিশানায় পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। যা দেখে আর চুপ থাকতে পারলেন না আবির চট্টোপাধ্যায়ের স্ত্রী নন্দিনী। বডি শেমিং-এর শিকার তিনি বহুবার হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বললেন, “আবির অভিনেতা হিসেবে জনপ্রিয় হওয়ার অনেক আগে বিয়েটা করে ফেলেছি। নয়তো কত নোংরা কথা শুনতে হত…!”

মুখ খুললেন পিয়া
বিয়ের পর থেকেই একের পর এক সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীকে। লাগাতার ‘টক্সিসিটি’ নিয়ে অবশেষে মুখ খুললেন তিনি। পিয়ার কথায়, “ট্রোলিং অত্যন্ত টক্সিক। নিজের অন্তর্জগতটা বা ইনার সার্কল-টা যদি সুন্দর থাকে, যদি আনন্দে আর শান্তিতে থাকে—এই সবগুলো কেমন ধুলোর মতো মিলিয়ে যায়। তাই আমাকে একদম স্পর্শ করে না আর এগুলো। অনেকগুলি কষ্টের অগ্নিপরীক্ষা দিয়ে আমি এতে উপলব্ধ হয়েছি।”

সরছেন সলমন?
‘বিগ বস’ থেকে সরে যাচ্ছেন অভিনেতা সলমন খান? আগামী ‘উইকেন্ড কা বীর’ পর্বে দেখা যাবে সঞ্চালকের ভূমিকায় করণ জোহরকে। তবে না, সলমন খান কোথাও যাচ্ছেন না। কেবল একটা এপিসোডের জন্যই ডাক পড়েছে করণ জোহরের।

রানি-কাজলের দূরত্ব
কম বেশি সকলেই জানেন, কেরিয়ারের শুরু থেকেই রানি মুখোপাধ্যায় ও কাজলের মধ্যে সম্পর্ক খুব একটা মধুর ছিল না। করণ জোহরের শো ‘কফি উইথ করণ’-এ এসে এবার মুখ খুললেন দুই বোন। জানালেন, তেমন কোনও কারণ ছিল না। খুব স্বাভাবিকভাবেই কথা হয়ে উঠত না, কারণ তাঁরা দুজনেই কেরিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন।

বিমানে দেরি কপিলের
বিমান ছাড়তে ৬ ঘণ্টার দেরি। অন্যান্য যাত্রীর সঙ্গে ভোগান্তি হয় ‘কমেডি কিং’ কপিল শর্মার-ও। বিষয়টি সম্পর্কে X হ্যান্ডেলে জানিয়েছেন কপিল। এবং তুলোধনা করেছেন সেই বিমান সংস্থাকে। যাঁরা সোশ্যাল মিডিয়ায় নানাবিধ বিজ্ঞাপনের মাধ্যমে বারংবার ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছেন যাত্রীদের। কিন্তু কেবল কপিলই নন, এই বিমান সংস্থার ফ্লাইট বুক করে হয়রানি হয়েছে কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা-রও। তিনিও অতীতে বিমান সংস্থার পেশাদারিত্ব নিয়ে কটাক্ষ করেছেন।

রানধাওয়া প্যালেসে খুন
ফের খবরের শিরোনামে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ ছবিটি। কিন্তু তারকা আলিয়া ভাট কিংবা রণবীর সিংয়ের জন্য নয়। পরিচালক-প্রযোজক করণ জোহরের জন্যও নয়। এবার শিরোনামে ছবির সেই বিরাট বাড়িটি, যেখানে রকির রানধাওয়া পরিবার থাকত। বাড়িতে নাকি খুন হয়েছিলেন মাঝবয়সি এক ব্যক্তি। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। ব্যক্তির নাম অশোক যাদব। তাঁর পুত্রের শ্বশুর শেখরের হাতে মৃত্যু হয়েছিল অশোকের। ফার্ম হাউজ় থেকে উদ্ধার হয় ব্যক্তির মৃতদেহ। খুনের তদন্ত নাকি এখনও চলছে।

রশ্মিকার পাশে পরিচালক
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘অ্যানিম্যাল’ ছবির ট্রেলার। ট্রেলার মুক্তি পাওয়ার পরই ছবির নায়িকা রশ্মিকা মন্দানাকে নিয়ে ট্রোলিং শুরু করেছেন নেটিজ়েনদের একাংশ। ছবিতে নাকি রশ্মিকার সংলাপই যাচ্ছে না। এবং হাসির ছলে সকলে তাঁকে ‘গোলমাল’-এর অভিনেতা তুষার কাপুরের সঙ্গেও তুলনা করতে শুরু করে দিয়েছেন। নায়িকার এই অসম্মান দেখে মুখ খুলেছেন ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। জানিয়েছেন, “কোনও মানুষ যখন খুব আবেগ নিয়ে কথা বলেন, তখন তাঁর দাঁত-মুখ খিঁচিয়ে ওঠে।”