Adhir Chowdhury: এই মুহূর্তে সবথেকে বড় দুর্নীতি বাংলার এই দফতরে’, বড় তথ্য ফাঁস অধীরের

| Edited By: সোমনাথ মিত্র

Jan 30, 2025 | 9:04 PM

জমির চরিত্রকে পরিবর্তন করে কিভাবে বাস্তুহারা করা হচ্ছে সাধারণ মানুষকে?

“পশ্চিমবঙ্গের মতো ঘন বসতিপূর্ণ এবং উর্বর রাজ্যের জমি সঙ্কটের সুযোগকে কাজে লাগিয়ে ভূমিদপ্তর দুর্নীতি করছে”, বিস্ফোরক দাবি অধীরের। জমির চরিত্রকে পরিবর্তন করে কিভাবে বাস্তুহারা করা হচ্ছে সাধারণ মানুষকে তা বিস্তারিত জানালেন কংগ্রেসের রাজ্য সম্পাদক অধীর রঞ্জন চৌধুরী। দেখুন ভিডিয়ো