The Bong Guy: হঠাৎ কী ঘটল The Bong Guy-এর সঙ্গে? কিরণ নিজেই জানালেন…

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Feb 06, 2024 | 9:38 PM

জনি সিনসের সঙ্গে অভিনেতা-রাজনীতিকদের তুলনা করেন বং গাই কিরণ দত্ত। ফেসবুকে এমন কথা লিখেছেন তিনি। নিজের এহেন পোস্টটিকে ‘জোক’ বলেও টিপন্নি কেটেছেন কিরণ। গ্রেফতার হওয়ার ‘আশঙ্কা’ প্রকাশ করেছেন তাঁর ফেসবুকেই। তাঁর প্রেমিকা নয়না রায় মজুমদার আবার লিখেছেন, “অ্যারেস্ট? ডিরেক্ট ‘তুলে নিয়ে যাবো’ বলে! কোথায় নিয়ে যাবে সেটাও বলে না।”

বিপত্তিতে টিম ‘ফাইটার’
‘ফাইটার’ ছবিতে বায়ুসেনার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোনকে। ছবির শেষ অংশে তাঁদের চুম্বনের দৃশ্য নিয়ে এবার উঠল আপত্তি। ভারতীয় বায়ুসেনার অফিসার অসমনিবাসী সৌম্যদীপ দাস এবার আইনি নোটিস ধরালেন টিম-‘ফাইটার’কে। ভারতীয় বায়ুসেনার পোশাকে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে উর্দির অবমাননা বলেই দাবি অফিসারের।

বিচ্ছেদে সিলমোহর
বেশ কিছুদিন ধরেই শোনা গিয়েছিল এষা দেওল ও তাঁর স্বামী ভরত তখতানি আলাদা হতে চলেছেন। এবার বিবৃতি জারি করে বিবাহ বিচ্ছেদের খবর জানিয়ে দিলেন ভরত। বিয়ের এগারো বছর পর আলাদা হচ্ছেন তাঁরা। জানালেন, সন্তান এবং একে-অপরের ব্যক্তিজীবনের সম্মান রক্ষা করাই প্রাথমিক লক্ষ্য তাঁদের।

বিয়ে করছেন সুস্মিতা?
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সুস্মিতা সেন? প্রশ্ন করতেই এবার তিনি দিলেন স্পষ্ট উত্তর, ”অনেকেই হয়তো ভাবছেন, এই সময় আমার জীবনটাকে গুছিয়ে নেওয়া উচিত। কিন্তু আমি বিবাহ প্রথার থেকে অনেক বেশি বিশ্বাসী বন্ধুত্বে ও সম্মানে। তাই এখনই এই বিষয়টাকে আমি গুরুত্বই দিচ্ছি না।” যদিও রহমান শলের সঙ্গে তাঁর আবারও ঘনিষ্ঠতা বাড়ায় ভক্তদের মনে থেকেই যাচ্ছে এই প্রশ্ন।

রোম্যান্সে রাজি আমির
বলিউডে পর পর তিন ফ্লপ দিয়ে এবার অন্য সুর আমির খানের মুখে। যেখানে শাহরুখ খান, সলমন খান অ্যাকশন প্যাকড ছবি নিয়ে দর্শক দরবারে রাজত্ব করতে চাইছেন, সেখানে দাঁড়িয়ে অন্য স্বাদের ছবি করতে রাজি আমির। বললেন, “এই বয়সে রোম্যান্স নয় কেন?” তবে গল্পের চরিত্রের সঙ্গে তাঁর বয়সের সংযোগ থাকাটা জরুরি। তেমনটা ঘটলে তিনি রোম্যান্সে রাজি।

নয়া কৌশলে শরীরচর্চা
শিল্পা শেট্টি বরাবরই তাঁর শরীরচর্চা নিয়ে সচেতন। এবার কালো হাইনেক টপ, বেইজ রঙের ট্রাউজার পরে চাক্কি ঘোরাতে দেখা গেল অভিনেত্রী শিল্পা শেট্টিকে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ভিডিয়ো। অনায়াসে চাক্কি ঘোরানোর সেই ভিডিয়ো দেখে নেটিজ়েনদের মত, শিল্পীর শরীরচর্চার নয়া কৌশল।

১৪ মাসেই মেকআপ করলেন দেবী
অভিনেত্রী বিপাশা বসু এবং অভিনেতা করণ সিং গ্রোভারের কন্যা দেবী মেকআপ করে দিল তার বাবাকে। তা দেখে বিপাশা আনন্দে আত্মহারা। ক্যামেরার নেপথ্য থেকে তাঁর কণ্ঠ শোনা যাচ্ছে। তিনি বলছেন, “খুব সুন্দর দেবী। দেখো পাপাকে কত সুন্দর দেখাচ্ছে, হ্যান্ডসম দেখতে লাগছে।”

রচনা পেলেন চমক
এক বেসরকারি বিমান সংস্থার বিমানে যাত্রা করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে জয়পুরে যাচ্ছিলেন তিনি। সেই বিমানের কর্মীরা তাঁকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। বিমান থেকে নামার আগে ভালবাসায় ভরা চিঠি বিমানসেবিকারা উপহার দিলেন রচনাকে। সেই চিঠিতে লেখা, “আপনাদের আমাদের মাঝে পেয়ে দারুণ আনন্দ পেয়েছি। হাজার-হাজার মানুষের অনুপ্রেরণা আপনি।”

কেন গ্রেফতারির ভয় পাচ্ছেন বং গাই?
জনি সিনসের সঙ্গে অভিনেতা-রাজনীতিকদের তুলনা করেন বং গাই কিরণ দত্ত। ফেসবুকে এমন কথা লিখেছেন তিনি। নিজের এহেন পোস্টটিকে ‘জোক’ বলেও টিপন্নি কেটেছেন কিরণ। গ্রেফতার হওয়ার ‘আশঙ্কা’ প্রকাশ করেছেন তাঁর ফেসবুকেই। তাঁর প্রেমিকা নয়না রায় মজুমদার আবার লিখেছেন, “অ্যারেস্ট? ডিরেক্ট ‘তুলে নিয়ে যাবো’ বলে! কোথায় নিয়ে যাবে সেটাও বলে না।”

বাস্তবে কেমন ‘গীতা এলএলবি’?
‘গীতা এলএলবি’ সিরিয়ালের মুখ্য চরিত্র হিয়া মুখোপাধ্যায় বাস্তব জীবনে কেমন? অভিনেত্রী বলেছেন, তিনি একেবারেই গীতার মতো মারকুটে নন। ঝগড়াও করেন না। খুবই নরম প্রকৃতির মানুষ। কষ্ট পান খুব। কান্নাকাটি করেন। অল্পেতেই তাঁর চোখ থেকে জল গড়ায়। কষ্টের কারণে তাঁকে ডাক্তারের কাছেও যেতে হয়।