Amir Khan News: ‘গদর ২’-এর পর ফের সানির পাকিস্তান-যোগ?
‘লাল সিং চাড্ডা’ বক্সঅফিসে মুখ থুবড়ে পরার থেকেই, নিজেকে খানিক গুটিয়ে ফেলেছেন আমির খান। অবশেষে কামব্যাক হল তাঁর। জানিয়ে দিলেন, তাঁর প্রযোজনা সংস্থার আগামী প্রজেক্ট। রাজকুমার সন্তোষীর পরিচালনায় সানি দেওলকে নিয়ে আমিরের সংস্থা বানাতে চলেছে বিগ বাজেট ছবি 'লাহোর ১৯৪৭'।
আমিরের বড় ঘোষণা
‘লাল সিং চাড্ডা’ বক্সঅফিসে মুখ থুবড়ে পরার থেকেই, নিজেকে খানিক গুটিয়ে ফেলেছেন আমির খান। অবশেষে কামব্যাক হল তাঁর। জানিয়ে দিলেন, তাঁর প্রযোজনা সংস্থার আগামী প্রজেক্ট। রাজকুমার সন্তোষীর পরিচালনায় সানি দেওলকে নিয়ে আমিরের সংস্থা বানাতে চলেছে বিগ বাজেট ছবি ‘লাহোর ১৯৪৭’।
‘টাইগার ৩’-তে চমক
এবার দক্ষিণী সুপারস্টার জুনিয়ার এন্টিআর বলিউডে? শোনা গিয়েছিল ‘ওয়ার ২’ ছবিতে দেখা যাবে তাঁকে। কিন্তু না, এবার অন্য গুঞ্জণ সিনেপাড়ায়। শোনা যাচ্ছে, সলমন খানের ছবি অর্থাৎ ‘টাইগার থ্রি’-তেই থাকছেন তিনি। যদি এই বিষয়টা সত্যিও হয়, ‘স্পাই ইউনিভার্স’ তা গোপনই রাখতে চাইছে।
রসিক শাহরুখ খান
এক পুরনো ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সম্প্রতি। তাতে দেখা যাচ্ছে, ক্যাবে উঠেছেন কাজল এবং শাহরুখ। তাঁদের দেখামাত্রই ক্যাবের চালক জনৈক ইমরান ধরে নিয়েছেন, যে তাঁরা বাস্তবেও বিবাহিত। বলেছিলেন, “আপনাদের দেখে বিবাহিত বলে মনে হচ্ছে।” এই কথা শুনে সদা রসিক শাহরুখ বলেছিলেন, “তাঁরা বিবাহিত নন, কিন্তু পালিয়ে বিয়ে করতে যাচ্ছেন।”
পিছু হটলেন প্রিয়াঙ্কা
শোনা যাচ্ছে, ফারহান আখতারের ‘জি লে জ়ারা’ ছবি থেকে নাকি সরে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর নাকি ছবির গল্প ভাল লাগেনি। তবে ফারহান জানিয়েছেন অন্য কথা। তিনি বলেছেন, ছবির তিন অভিনেত্রী আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ এবং প্রিয়াঙ্কার নাকি ডেট পেতে অসুবিধা হচ্ছে। ২০২১ সালে ঘোষণা হয়েছিল ছবির। এখন শোনা যাচ্ছে, ২০২৫ সালে শুরু হবে শুটিং।
এগিয়ে এল ‘মেরি ক্রিসমাস’ রিলিজ়
বেশি বাজেটের ছবি ‘ডানকি’ এবং ‘সালার’ মুক্তির সময়ই মুক্তি পাওয়ার কথা ছিল ‘মেরি ক্রিসমাস’-এর। মুক্তির তারিখ ছিল ২৩ ডিসেম্বর। বড়দিনের আগে ছবির মাধ্যমে দর্শককে ‘মেরি ক্রিসমাস’ বলতে চেয়েছিলেন ক্যাটরিনা কাইফ। কিন্তু তা আর হচ্ছে না। ‘ডানকি’, ‘সালার’-এর জন্য এগোতে হচ্ছে রিলিজ়। মঙ্গলবারই ‘মেরি ক্রিসমাস’-এর নির্মাতার জানিয়েছেন, মুক্তির তারিখ এগিয়ে আসছে। ছবিটি মুক্তি পাবে ৮ ডিসেম্বর, ‘সালার’ এবং ‘ডানকি’ মুক্তির ২ সপ্তাহ আগে।
বিগ বস-এর অন্দরমহল
শুরু হতে চলেছে ‘বিগ বস সিজ়ন ১৭’। ইতিমধ্যেই একাধিক প্রোমো ভাইরাল। সলমন খান জানিয়েছিলেন, আগের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে এবারের সিজ়ন। পাল্টাচ্ছে সেট। প্রতিযোগীদের জন্য তৈরি হচ্ছে বিলাসবহুল ঘর। এবার ফাঁস হল সেটের সেই ছবি। সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়তেই অবাক নেটিজ়েনরা।
অসুস্থ সলমন?
সলমন খানের শরীর খারাপ? এই প্রশ্নই এখন ভক্তদের মুখে মুখে। একটি ভিডিয়ো ভাইরাল হতেই সলমনকে নিয়ে ভক্তদের মনে দুশ্চিন্তা। ভাইরাল ভিডিয়ো দেখা যাচ্ছে, তাঁর সহকারী নৃত্যশিল্পীরা পাল্লা দিয়ে নাচলেও মাটি থেকে পা কিছুতেই নড়ছে না ভাইজানের। হাতের সাহায্যে তিনি কোনওমতে নাচের স্টেপগুলি করছেন বটে, কিন্তু তা মোটেও ‘সলমনসুলভ’ নয়। এর পরেই ভক্তদের মনে আশঙ্কার মেঘ।
শুভশ্রীকে নিখিলের উপহার
এবার পুজোটা খানিক আলাদা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কাছে। আর কিছু দিন পরেই মা হবেন তিনি। এরই মধ্যে পুজোর ঠিক আগেআগেই শুভশ্রীর জন্য এল বিশেষ উপহার। সেই উপহারের প্রেরক অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের প্রাক্তন ‘পার্টনার’ নিখিল জৈন। তাঁর সংস্থা ‘রঙ্গোলি’ থেকে উপহার এসেছে শুভশ্রীর কাছে। সেই ছবিই শেয়ার করে শুভশ্রী লিখেছেন, “অনেক ধন্যবাদ নিখিল জৈন। ভীষণ সুন্দর হয়েছে।”
বিয়ের আগেই গর্ভবতী শ্রীদেবী?
গর্ভবতী হওয়ার পর বিয়ে করার ঘটনা বলিউডে এখন প্রায়শই দেখা যায়। ট্রেন্ডের জ্বলন্ত উদাহরণ আলিয়া ভাট। কিন্তু ৯০-য়ের দশকে ব্যাপারটা এত সোজা ছিল না। বলিউডের রটনা, বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েন শ্রীদেবী। যদিও এই ঘটনা অস্বীকার করে স্বামী বনির বক্তব্য, তাঁরা ১৯৯৬-সালে লুকিয়ে বিয়ে করেন। যদিও সাধারণ মানুষ সে কথা জানতে পারে ১৯৯৭ সালে। ইতিমধ্যেই শ্রীদেবী গর্ভবতী হয়ে পড়ায় মিথ্যে ধারণা তৈরি হয়।